এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্যার, আমি একটি ১৫ কামরার ট্রেন লিজ নিতে চাই!

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলা থেকেই অনেকের শখ থাকে আস্ত একটা ট্রেনের মালিক হবেন। কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে ফারাক অনেক। এছাড়া একটি বা অনেকগুলি ট্রেনের মালিক হওয়া কার্যত অসম্ভব ছিল ভারতে। তবে এবার এই সুযোগ এসেছে, আর তা করে দিয়েছে রেলমন্ত্রক। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন ‘ভারত গৌরব’ নামে বেসরকারি ট্রেন চলবে পর্যটন শিল্পের বিকাশে। যে কেউ আস্ত ট্রেন লিজ নিয়ে চালাতে পারবেন দেশের যে কোনও প্রান্তে, তবে তা শুধু পর্যটকদের স্বার্থে।

রেলমন্ত্রক ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে ১৮০টি ভারত গৌরব ট্রেনের জন্য। আবেদনও জমা পড়ছে রেলমন্ত্রকের কাছে। এরমধ্যে একটি আবেদন বেশ নজর কেড়েছে। উত্তরপ্রদেশের এক বাসিন্দা রেলের কাছে আবেদন করেছেন, ‘স্যার, আমি ট্রেনের ১৫টি কোচ লিজে নিতে চাই। আমি একটি প্রাইভেট ট্রেন চালিয়ে যাত্রীদের পুরীতে নিয়ে যাব’। উত্তরপ্রদেশের গোরখপুরের ওই ব্যবসায়ীর সেই আবেদন মন জয় করেছে রেলের শীর্ষ কর্তাদের।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এলাকার ওই ব্যবসায়ী দাবি করেছেন, সর্বোচ্চ ছাড়ে তিনি প্রবীণ তীর্থযাত্রীদের পুরী নিয়ে যেতে চান। তাই তিনি একটি আস্ত ট্রেন লিজ নিতে চান। ওই আবেদনে তিনি জানিয়েছেন, গোরখপুর থেকে পুরী পর্যন্ত সরাসরি কোনও ট্রেন নেই। এই ট্রেনের মাধ্যমে প্রবীণদের জগন্নাথ দর্শনের সুযোগ হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, গোরখপুর থেকে সরাসরি ট্রেন না থাকায় বর্তমানে বারাণসী যেতে হয়। এভাবে একবার তাঁর সঙ্গীদের সঙ্গে বাসে করে বারাণসী যাওয়ার সময়ে কয়েকজনের জিনিসপত্র চুরি হয়। ফলে আর পুরীতে না গিয়ে সবাই ফিরে আসেন গোরখপুরে। এই ঘটনা তাঁর মনকে নাড়া দিয়েছে। তাই ভারত গৌরব প্রকল্প ঘোষণা হতেই তিনি আবেদন করেছেন পুরী পর্যন্ত সরাসরি ট্রেন চালাবেন প্রবীণ নাগরিক ও তীর্থযাত্রীদের জন্য। ওই ব্যবসায়ীর আবেদন পাওয়ার পর রেল কর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন।

এবার জেনে নেওয়া যাক ভারত গৌরব প্রকল্পে ট্রেন লিজ নিতে গেলে কত খরচ করতে হবে। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে আবেদনকারীকে প্রথমেই রেজিস্ট্রেশন ফি হিসেবে এক লক্ষ টাকা জমা করতে হবে। যা ফেরত পাওয়া যাবে না। পাশাপাশি ১৫ কোচের (৬টি থার্ড এসি, ৬টি স্লিপার, SLR-2 এবং প্যান্ট্রিকার-১) ট্রেন লিজ নেওয়ার জন্য রেলকে দিতে হবে একক পরিমাণ ৩৭,৬১,০০৪ টাকা। এছাড়া ওই ১৫ কোচের ট্রেনের লিজ ফি হিসেবে দিতে হবে আরও ২,৫২,৯৪,৬০৬ টাকা। এত কিছুর পরেও, প্রতি ট্রিপের জন্য প্রতি কিলোমিটারে ৯০০ টাকা করে অপারেটিং ফি দিতে হবে৷ তবেই ১৫ কোচের আস্ত একটি ট্রেন ১৫ বছরের জন্য লিজ নেওয়া সম্ভব হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনমজুরের কাজ করে সংসার চালান ‘পদ্মশ্রী’ দর্শনম মোগুলাইয়া

৫৪ বছর বাদে ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের আংটি ! খুশিতে ডগমগ ম্যারিলিন

টানা তৃতীয়বার লন্ডনের মেয়র পদে জিতলেন পাকিস্তানি বংশোদ্ভুত সাদিক খান

একটি মাত্র ভবনে আস্ত একখানা শহর! জেনে নিন কোথায় এই আজব শহর

প্রচার চালানোর অর্থ নেই, সরে দাঁড়ালেন পুরীর কংগ্রেস প্রার্থী

১৭ জন রোগীকে হত্যার অভিযোগে ৭০০ বছরের বেশি কারাদণ্ড নার্সের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর