নিজস্ব প্রতিনিধি: কথায় আছে প্রেম নাকি অন্ধ হয়। অর্থাৎ মানুষ কাউকে ভালবাসলে তাঁর জাত, ধর্ম, রং, গুণ, ঠিক, ভুল, সবকিছুই নিমেষে অবজ্ঞা করে ফেলতে পারে। আর তাই ইতিমধ্যেই একাধিক অদ্ভুত প্রেমকাহিনীর সাক্ষী থেকেছে বিশ্ববাসী। আবার এইসব অদ্ভুত প্রেম কোনও কোনও ক্ষেত্রে বিয়ের পরিণতিও পেয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ইন্দোনেশিয়ার এক যুবক। জানা গিয়েছে, কাহিরুল আনাম নামের এক ইন্দোনেশিয়ান যুবক সম্প্রতি ভালোবেসে তাঁর বাড়ির একটি রাইস কুকারকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তাঁর প্রিয় রাইস কুকারকে একেবারে কনের সাজে সাজিয়ে চুম্বন করে ছবিও তুলেছেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ওই ব্যক্তির কান্ড-কারখানা দেখে কার্যত তাজ্জব নেটিজেনরা। আর নেতিজনদের এই ‘কুনজরের’ জন্যেই হয়তো বেশিদিন স্থায়ী হলনা কাহিরুলের বিয়ে। জানা গিয়েছে, বিয়ের ৪ দিন পরেই মোহভঙ্গ হয় ওই ব্যক্তির। আর তারপরেই তিনি বিবাহ বিচ্ছেদ করে নেন তাঁর আদরের রাইস কুকারের সঙ্গে।
সম্প্রতি, ইন্দোনেশিয়ান এই ব্যক্তির প্রেম কাহিনীর জন্য নেটপাড়ায় উঠেছে হাসির রোল। কাহিরুল এই অদ্ভুত বিয়ের কথা প্রকাশ্যে আসার পরেই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে একাধিক প্রশ্ন করতে দেখা গিয়েছে নেটিজেনদের। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি কাহিরুল। তবে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার সময় তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘সাদা, চুপচাপ এবং এককথায় অনবদ্য। বেশি কথা বলে না, অথচ রান্নায় পারদর্শী। ঠিক মনে হচ্ছে আমার সব স্বপ্ন সত্যি হল। তোমাকে ছাড়া আমার ভাত রান্না কার্যত অসম্ভব।’ নেটিজেনদের ধারণা ওই ভাতের গুনেই রাইস কুকারের প্রেমে পড়েছেন কাহিরুল। আর সেই প্রেমই বিয়ের পরিণতি পেয়েছে গত ২০ সেপ্টেম্বর।
কিন্তু মোটেই এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কারণ কাহিরুলের এই অদ্ভুত ‘স্ত্রী’ ভালো ভাত রান্না করতে পারলেও অন্যান্য পদ একেবারেই রাঁধতে পারেন না। আর শুধু ভাত খেয়ে কতদিনই বা থাকা যায়! অতঃপর বিয়ের ৪ দিন পরেই মোহভঙ্গ হয় কাহিরুলের এবং তিনি আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁর বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করেন। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তিনি লিখেছেন, ভাত চমৎকার হলেও অন্যপদে মোটেই পারদর্শী নয় এই রাইস কুকার।