এই মুহূর্তে




দাদা পায়ে পড়ি রে…পটনা বিমানবন্দরে মোদির চরণ ছোঁয়ার চেষ্টা নীতীশের, দেখে নিন ভিডিও

নিজস্ব প্রতিনিধি, পটনা: দু’জনের বয়সের ফারাক মেরে কেটে কত হবে, বড়জোড় সাত মাস। সদ্যই ৭৫ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নীতীশ কুমারের ৭৫ পূর্ণ হতে আর সাড়ে পাঁচ মাসের মতো বাকি। কার্যত সমবয়সীই বলা চলে। তবে রাজনীতিতে হয়তো এই অঙ্কের কচকচানি নিরর্থক। গদির মোহ অনেক সরল অঙ্কের সমীকরণকে জটিল করে দেয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পটনা বিমানবন্দরের এক দৃশ্য অন্তত সেই কথাই মনে করিয়ে দিয়েছে।

সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা ভোটে এনডিএর সুনামি আছড়ে পড়েছিল। ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন দখল করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তার মধ্যে বিজেপি জিতেছে ৮৯ আসনে। নীতীশ কুমারের জেডিইউয়ের ঝুলিতে গিয়েছিল ৮৫ আসন। বেশি আসনেও জিতেও স্বার্থত্যাগ করেছেন বিজেপি নেতৃত্ব। মেজো শরিক নীতীশকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছেন। এদিন পটনার গান্ধি ময়দানে বসেছিল মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ শরিক দলগুলির নেতারা হাজির ছিলেন। দশমবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নীতীশকে মঞ্চের উপরেই জড়িয়ে ধরেন মোদি।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে দিল্লি যাওয়ার উদ্দেশে পটনা বিমানবন্দরে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁকে বিদায় জানাতে পিছু পিছু বিমানবন্দরে যান নীতীশ। আর ঠিক তখনই এমন এক দৃশ্যের অবতারণা ঘটে যে সবাই থ মেরে যান। প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন নীতীশ। বিড়ম্বনায় পড়ে যান মোদি। কোনও ক্রমে আটকান। এই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে নীতীশকে। ২০২৪ সালের ১৩ নভেম্বর দ্বারভাঙায় এক অনুষ্ঠানে একই রকমভাবে মোদিকে প্রণাম করতে দেখা গিয়েছিল। মোদির পা ছুঁয়ে নীতীশের প্রণামের চেষ্টা সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR-এর অতিরিক্ত কাজের চাপে এবার গুজরাতে মৃত্যু BLO-র

দিল্লি বিস্ফোরণের আগে ভারত বিদ্বেষী ভিডিও তৈরি করেছিল উমর, নিয়েছিল অনলাইন ক্লাস

শেয়ারবাজারে ভুমিকম্প, সাত সকালে ৩.৫ লক্ষ কোটি টাকা গায়েব‌ লগ্নিকারীদের

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে বদল? খাড়্গের কাছে শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে ED-র তল্লাশি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ