27ºc, Haze
Friday, 1st July, 2022 11:21 pm
আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে দিয়েগো মারাদোনার কোটি-কোটি আনুরাগী ও ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। মৃত্যুর দেড় বছর পেরিয়ে গেলেও ফুটবলের কিংবদন্তি এখনও অমর রয়েছেন ভক্তদের মনে। অনেকেরই আফশোষ রয়েছে প্রিয় তারকা ফুটবলারকে একটিবার চোখের সামনে না দেখতে পাওয়ার ও কথা বলার সুযোগ না পাওয়ার জন্য। তাঁদের সেই আফশোষ ঘোচাতে অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার একটি সংস্থা। প্রয়াত কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানাতে একটি উড়ন্ত জাদুঘর তৈরি করেছে তারা। ওই বিমানে চড়লে কথা বলা যাবে মারাদোনার সঙ্গে। নানা প্রশ্ন করা যাবে। সেই সব প্রশ্নের জবাবও দেবেন স্বয়ং ফুটবলের প্রয়াত রাজপুত্র। না গল্প নয়, একদম সত্যি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবে’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ফুটবলের অন্যতম বর্ণময় চরিত্র দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাতে ট্যাঙ্গো ডি১০এস মডেলের একটি বিমানকে জাদুঘর হিসেবে গড়ে তুলেছে ‘গিভ অ্যান্ড গেট’ গ্রুপ। আগামী ২৫ মে দেশের জাতীয় দিবস উপলক্ষে বুয়েনস আইয়ার্সের মোরন বিমানবন্দরে এই বিমানের উদ্বোধন হবে। অনুষ্ঠানে মারাদোনার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
বিমানটির ভিতরের ও বাইরের নকশা করেছেন বিখ্যাত শিল্পী ম্যাক্সিমিলিয়ানো বাগনাসকো। ম্যারাডোনার হাতে ১৯৮৬ সালের বিশ্বকাপ, তাঁর বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের মুহূর্ত এবং সইয়ের ছাপ রয়েছে বিমানের বাইরের অংশে। বিমানটিতে মারাদোনার খেলোয়াড় জীবনে ব্যবহার করা বিভিন্ন জার্সি ও বুট দেখার যেমন সুযোগ পাবেন দর্শকরা, তেমনই ব্যক্তিগত বার্তা রেকর্ড করে রেখে আসতে পারবেন কিংবদন্তির জন্য।
মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব উদ্যোগ নেওয়া সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, আগামী জুলাইয়ে প্রথম উড়াল দেবে। দেশের অর্থাৎ আর্জেন্টিনার নানা প্রান্তে ঘুরে যাত্রীদের সই সংগ্রহ করবে। তার পরে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে কাতার বিশ্বকাপের পথে রওনা হবে।