এই মুহূর্তে




শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

নিজস্ব প্রতিনিধি: শীতের কলকাতায় পর্যটক সহ সকলকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর। গায়ে শীতের সকালের মিঠে রোদ উপভোগ করতে করতে ঘুরিয়ে দেখানো হবে এসি ভলভো বাসে(AC Valvo Bus) কলকাতা শহর এবং শহরতলীর বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। দুটি বিশেষ প্যাকেজ ট্যুর তৈরি করেছে রাজ্য পরিবহণ দফতর। একটি প্যাকেজে থাকছে ইকোপার্ক(Eco Park) কেন্দ্রিক ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ইকোপার্ক ,মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টি হাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ব বাংলার গেট, নজরুল তীর্থ সহ একাধিক জনপ্রিয় জায়গা।

অপর কালীঘাট(Kalighat) ট্যুর প্যাকেজে থাকছে ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল ,ন্যাশনাল লাইব্রেরি ,আলিপুর জেল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ ,হাওড়া ফুল বাজার ,প্রিন্সেপ ঘাট, ট্রাম্প স্মরণিকা, নন্দন চত্বর সহ একাধিক জায়গা। ডিসেম্বরে শুরু থেকেই চালু হতে চলেছে এই বিশেষ পর্যটন উদ্যোগ। কলকাতা দর্শন নামে এই প্যাকেজ ট্যুরে এসি ভলভো বাসে গাইড সহ ঘুরিয়ে দেখানো হবে কলকাতা ও শহরতলীর গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি।

জানা গেছে, আপাতত এই দুটি প্যাকেজ ট্যুর দিয়ে শুরু হচ্ছে কলকাতা দর্শন। এরপর চাহিদা বাড়লে আরো একাধিক প্যাকেজ ট্যুর চালু করবে পরিবহণ দফতর ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দুর্গাপুজোর সময়ও পর্যটকদের শহর শহরতলীর পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলি ঘুরিয়ে দেখানোর জন্য বিশেষ বাস প্যাকেজ ট্যুর করে থাকে রাজ্যের পরিবহণ দফতর। বয়স্ক ব্যক্তিদের জন্য থাকে বিশেষ প্যাকেজ ট্যুর।এবার কলকাতা শহরের দর্শনীয় স্থান গুলি ঘুরিয়ে দেখাতে শীতের মরশুমে শুরু হতে চলেছে এসি ভলভো বাস প্যাকেজ ট্যুর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

৬০ লক্ষ টাকার বীমার লোভে ভাইয়ের ‘হামশকল’-কে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দাদার

বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার বাস, অল্পের জন্য রক্ষা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

বেআইনি কিছু থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এজরার অগ্নিকাণ্ড প্রসঙ্গে দমকলমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ