এই মুহূর্তে




নারী আন্দোলের মুখ কমলা ভাসিনের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের নারী আন্দোলনের মুখ কমলা ভাসিন। বয়স হয়েছিল ৭৫ বছর। কমলা ভাসিনের প্রয়ানের খবর টুইট করে দিয়েছেন তাঁর সহযোদ্ধা কবিতা শ্রীবাস্তব। নিজের টুইটার হ্যান্ডলে কমলা ভাসিনের প্রয়ানের খবর দিতে গিয়ে কবিতা শ্রীবাস্তব লিখেছেন, শনিবার ভোর তিনটে নাগাদ আমরা হারিয়েছি আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুকে। ভারতে নারী আন্দোলনের  মুখ কমলা ভাসান শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন। দেশ এই অসমসাহসী নেত্রীকে চিরকাল মনে রাখবে।

কমলা ভাসিনের প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন দিল্লি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, হর্ষ মেন্দর প্রমুখ। শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। নিজের টুইটার হ্যান্ডলে কমলা ভাসিনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রশান্ত ভূষণ লেখেন, কমলা ভাসিন শুধুমাত্র ভারতে নারী আন্দোলনের মুখ ছিলে না। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

কমলা ভাসিনের প্রয়াণের খবরে শোকে মূহ্যমান দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। নিজের টুইটার হ্যান্ডেল ভারতের নারী অধিকার আন্দোলনের সংগ্রামী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে  দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, কমলা ভাসিনের প্রয়াণের খবরে ভারতের নারী আন্দোলনের ক্ষেত্রে একটা ধাক্কা।

কমলা ভাসিনের জন্ম পাক-পাঞ্জাব প্রদেশের গুজরাতে, ১৯৪৬ সালে। স্নাতোকত্তরের পর সমাজবিদ্যা নিয়ে পড়াশুনা করতে পাড়ি দেন জার্মানি। দেশে ফিরে ভারতের নারী আন্দোলনের সূত্রপাত। বলা যেতে পারে, ভারতে নারী আন্দোলনের সূত্রপাত তাঁর হাত ধরে।  মহিলাদের কথা ভেবে তৈরি করেছিলেন সঙ্গত নামে একটি   সংগঠন, বর্তমানে যার সদস্য কয়েক হাজার। দেশের নানা প্রান্তে রয়েছে এর শাখা সংগঠন। দেশ ও বিদেশ থেকে নানা সম্মানে সম্মানিত হয়েছেন কমলা ভাসিন। তার প্রয়াণের সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

বাবা সিদ্দিকীর খুনের মূলপাণ্ডা আনমোল বিষ্ণোইকে শিগগিরই দেশে ফেরানো হচ্ছে

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ