-273ºc,
Friday, 2nd June, 2023 3:42 am
নিজস্ব প্রতিনিধি:কলকাতাতে গঙ্গা আরতির সূচনায় বৃহস্পতিবার উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাওড়ার বাজে কদমতলা ঘাটে এদিন গঙ্গারতীর সূচনার আগে মা গঙ্গার মূর্তিতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। তাকে মন্ত্র উচ্চারণ করিয়ে অঞ্জলি দেওয়ান গঙ্গার ঘাটে থাকা পুরোহিত। দীর্ঘক্ষণ ধরে মা গঙ্গার মূর্তির সামনে মন্ত্র উচ্চারণ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে(CM)।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, তিনি কাশিতে এই গঙ্গারতি প্রথম দেখেছিলেন। তারপর থেকেই তার মাথায় এই পরিকল্পনা এসে ছিল। এইরকমএকটি কর্মসূচি এখানে করা যায় কিনা। অবশেষে গঙ্গা আরতি কলকাতার বুকে শুরু হল । শীতকালে প্রতিদিন সন্ধে ছটা নাগাদ এবং গরমের সময় প্রতিদিন সন্ধে ৭ টা নাগাদ এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী সকলে যাতে এই গঙ্গা আরতি দেখার সুযোগ পায় তাই দর্শকদের বসার আসন তৈরি করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি উপলক্ষে মা গঙ্গার মূর্তির উদ্বোধন এবং পুজোর সূচনা হওয়ার জন্য পুরোহিতদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সূর্য দেব এবং মা গঙ্গার মন্ত্র উচ্চারণ করে মুখ্যমন্ত্রী (CM)মা মাটি মানুষের জন্য মঙ্গল কামনা করেন।
এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল গঙ্গাসাগর মেলার কলকাতার বাবুঘাটে উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতি শুরু করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন ।সেই কাজ আজ তিনি বাস্তবে রূপ দিতে পেরে খুব আনন্দিত । গঙ্গা আরতিতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মেয়র জানান। রাজ্যের মুখ্য সচিব(CS) এইচ কে দ্বিবেদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি নিজে উত্তর প্রদেশের বাসিন্দা ।তার রাজ্য থেকে বহু মানুষ প্রতিদিনই কালিঘাট, দক্ষিণেশ্বর ,বেলুড় মঠে দর্শন করতে আসেন। এই ধরনের গঙ্গা নদীর এখানে সূচনা হওয়ায় টুরিস্টরা বিশেষ উপকৃত হবে।