এই মুহূর্তে

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

নিজস্ব প্রতিনিধি: ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে এক অন্যতম রেকর্ড গড়ল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। মাত্র ২৪ ঘন্টারর মধ্যে দীর্ঘ রাস্তা নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ডে নাম তুলেছে এই সংস্থাটি। অন্ধ্রপ্রদেশের বেঙ্গালুরু,কাডাপা,বিজয়ওয়াড়া অর্থনৈতিক করিডোরে এই নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে, যা দেশের সড়ক নির্মাণ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে নগদে দেওয়া যাবে না টোল ট্যাক্স, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

NHAI সূত্রে জানা গিয়েছে, একটানা ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৯ যেন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে প্রায় ১০,৬৭৫ মেট্রিক টন বিটুমিনাস কংক্রিট। কাজের গুণমান ও প্রযুক্তিগত ম্যান বজায় রেখেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে দুটি বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে NHAI। এই সাফল্যের নেপথ্যে রয়েছে শ্রমিক ও গ্রাউন্ড স্টাফদের অক্লান্ত পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ওপর বিশেষ নজর দেওয়া হয়। কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই কৃতিত্ত্বের কথা My Gov India তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে, ভারতের সড়ক পরিকাঠামো উন্নয়নের গতি গত এক দশকে অভূতপূর্বভাবে বেড়েছে। ২০১৪ সালের আগে দেশে যেখানে মাত্র ৯৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ছিল বর্তমানে তা বেড়েছে ৩ হাজার কিলোমিটারেরও বেশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বইয়ের স্কুলে উড়ল বাংলাদেশি পতাকা

আর্শদীপকে নকল কোহলির, অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের খুনসুটি মন ছুঁয়ে যাবে

একটি তুলসী পাতাই আপনাকে বানাতে পারে কোটিপতি, জেনে নিন সঠিক ব্যবহার

চলতি মাসেই ভারতে আসছে Vivo X200t, ক্যামেরা আর পারফরম্যান্সে তাক লাগাবে সবাইকে

Test post title

মস্কো-ওয়াশিংটন উত্তেজনা চরমে, অতলান্তিকে তাড়া করে তেলবাহী রুশ জাহাজ আটক আমেরিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ