এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্মুখ সমরে শুভেন্দু-সুকান্ত, চাপে কেন্দ্রও

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা প্রবাদ আছে, ‘অতি লোভে তাঁতী ডোবে।’ এবার সেটাই দেখা যাচ্ছে বাংলার পদ্মশিবিরে(Bengal BJP)। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) জন্য কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) চেয়ে একের পর এক মামলা ঠুকে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সব মামলার জেরেই বাংলায় আসতে চলেছে বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার এই বাহিনী নিয়েই বেশ চাপে পড়ে গিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সূত্রে দাবি, ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও(Amit Shah)। আর এসবের মাঝেই সামনে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) মতভেদ।

আরও পড়ুন ভোট আবহেই স্কুলশিক্ষকদের বকেয়া মেটানোর নির্দেশ রাজ্যের

আদালতের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে। আদালত এটাও নির্দেশ দিয়েছে যে, বাংলায় এই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পুরো খরচ বহণ করতে হবে কেন্দ্র সরকারকেই। সূত্রের দাবি, আদালতের এই নির্দেশে ইতিমধ্যেই চাপে পড়ে গিয়েছে মোদি সরকার। কেননা তাঁদের হিসাব ছিল বাংলায় যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নামুক না কেন তার খরচ চাপবে বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের ঘাড়েই। কিন্তু সেই ঘটনাই যে ব্যুমেরাং হয়ে তাঁদের ঘাড়ে চেপে যাবে সেটা ভেবেই পাননি মোদি-শাহ-নাড্ডারা। কার্যত আদালতের নির্দেশে তাঁরা রীতিমত ধাক্কা খেয়েছেন ও তীব্র অস্তস্তিতেও পড়েছেন। এদিকে রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠালেও অমিত শাহের মন্ত্রক ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে? কেন কম সংখ্যক বাহিনী পাঠানো হচ্ছে তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠে গিয়েছে তেমনি ১২টি রাজ্য থেকে Special Armed Police Force নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন বাহিনী তো নয় আসছে, কিন্তু থাকবে কোথায়, বন্ধ হবে কী স্কুল!

রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল রাজ্য সরকার পঞ্চায়েত ভোটে ভিন রাজ্যের পুলিশ আনতে চায়। সেই আর্জি খারিজ করে আদালত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর নির্দেশ দিয়েছে। আর তাই প্রশ্ন উঠেছে আদালতের নির্দেশ উপেক্ষা করে এখন কেন ১২টি রাজ্য থেকে ১৩৭ কোম্পানি Special Armed Police Force বাংলায় পাঠানো হচ্ছে? এটা কী আদালত অবমাননা নয়? আদালত তো শুধু কেন্দ্রীয় বাহিনীই পাঠাতে বলেছে। সেখানে কেন ১২টি রাজ্য থেকে ১৩৭ কোম্পানি Special Armed Police Force পাঠানো হচ্ছে। আদালত তো তা পাঠাতে বলেনি। যদি Special Armed Police Force পাঠাতেই হতো তাহলে রাজ্যের প্রস্তাবের বিরোধীতা কেন করা হল? একই সঙ্গে প্রশ্ন উঠেছে, রাজ্য তো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। শাহি মন্ত্রক কেন ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে? বাকি বাহিনী কী আসবে না আসবে না? এলেও কবে আসবে? আর যদি কেন্দ্র সরকার এই বাহিনী পাঠাতে না পারে তাহলে কী তা আদালত অবমাননার পর্যায়ে পড়বে না?

আরও পড়ুন ‘বেশি স্মার্ট হতে যেও না’, কাকে বললেন মমতা

এরই পাশাপাশি বিজেপির অন্দরে ক্ষোভ ছড়িয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরেও। সূত্রের দাবি, ক্ষুব্ধ অমিত শাহও। কেন? শুভেন্দু আবারও আদালতের দ্বারস্থ হচ্ছেন আরও বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়ে। সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু প্রায় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা দায়ের করতে চলেছেন আজই। কেননা একুশের ভোটে বাংলায় ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। শুভেন্দু এর থেকেও বেশি বাহিনী চান। আদালতের নির্দেশের জেরে কেন্দ্র সরকার এমনিতেই বড়সড় আর্থিক চাপে পড়ে গিয়েছে, এর ওপর ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কীভাবে পাঠানো যায় তা নিয়েই মাথার চুল ছেঁড়ার দশা শাহি মন্ত্রকের সেখানে শুভেন্দু চাইছেন আরও বাহিনী? কোথা থাকে আসবে তা? আর এই কারণেই শুভেন্দুর ওপর ক্ষুব্ধ শাহ। আর সেটাই ধরা পড়েছে সুকান্তের গলায়। তিনি সাফ জানিয়েছেন, ‘এত বাহিনী এক দফায় পাঠানো সম্ভব নয়। এক দফায় ভোট সম্ভব নয়। কয়েক দফায় হোক পঞ্চায়েত ভোট।’ কার্যত এই ইস্যুতে এখন সন্মুখ সমরে নেমে পড়েছে শুভেন্দু-সুকান্ত। কার্যত তৃণমূলকে চাপে ফেলতে গিয়ে এখন পদ্মশিবিরই ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর