এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভোট আবহেই স্কুলশিক্ষকদের বকেয়া মেটানোর নির্দেশ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। ঠিক তার আগেই রাজ্যের স্কুল শিক্ষকদের(School Teachers) জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর(School Education Department) থেকে সব জেলার DI-দের নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে তাঁরা স্কুল শিক্ষকদের যাবতীয় বকেয়া(Dues) যেন মিটিয়ে দেন। বৃহস্পতিবারই বিকাশ ভবনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, বকেয়া নিয়ে কোনও মামলা থাকলে দ্রুত তার নিষ্পত্তি করতেও বলেছে দফতর। মনে করা হচ্ছে, শিক্ষকদের সঙ্গে বকেয়া ইস্যুতে আর মামলা চালাতে চায় না তাঁরা। আর এই সিদ্ধান্তের জেরে সব মিলিয়ে রাজ্যের প্রায় ৭০ হাজার শিক্ষক উপকৃত হতে পারেন বলে মনে করা। গড়ে প্রায় ১০-১৫ হাজার টাকা হলেও মোট আর্থিক দায়ভার দাঁড়াচ্ছে ৭০ কোটি টাকা থেকে ১০৫ কোটি টাকায়। ভোটের মুখে এই দায়ভার নিজের কাঁধেই তুলে নিল মমতার সরকার।

আরও পড়ুন ‘বেশি স্মার্ট হতে যেও না’, কাকে বললেন মমতা

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ বছরের কম সময়ের বকেয়া অর্থ সরাসরি DI-রা দিয়ে দিতে পারবেন। তবে, তার থেকে পুরনো বকেয়াগুলি তাঁরা বিকাশ ভবনে পাঠাবেন। সেখান থেকে টাকা মেটানো হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনেক সময়ই শিক্ষকরা নিয়োগ পাওয়ার পরও তাঁদের চাকরির Approval পেতে দেরি হয়। আর Approval না পাওয়া পর্যন্ত তাঁরা Salary পান না। সেই প্রক্রিয়া মিটে যাওয়ার পর তাঁরা Salary পেতে শুরু করেন। তবে, অধিকাংশ ক্ষেত্রেই শুরুর দিকে যে ক’মাসের Salary তাঁরা পেলেন না, তা এরিয়ার বা বকেয়া হয়ে থেকে যায়। একে সরকারি পরিভাষায় Late Approval Arear বলা হয়। বিভিন্ন বাধার কারণে সেটা হাতে পেতেই বছরের পর বছর পেরিয়ে যায়। বকেয়া অবশ্য আরও বেশ কিছু ক্ষেত্রে হতে পারে। চাকরিতে যোগদানের পর B.ED Degree করলে একটি Increment পেতেন শিক্ষকরা। সেটাও অনেকে ঠিক সময়ে পাননি।

আরও পড়ুন রাজীবের পাশে প্রকাশ্যেই মমতা, জবাব দিলেন রাজ্যপালকে

আবার ১৮ বছর সন্তোষজনক চাকরির শেষে একটি Increment দেওয়া হয়। চালু কথায় তা 18 Years Benefit নামে শিক্ষক মহলে পরিচিত। আবার Post Graduate Teacher বা প্রধান শিক্ষক হওয়ার পরেও একটি বাড়তি Increment প্রাপ্য হয়। সেসব পেতেও অনেক সময়ই দেরি হয়। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষকরা মামলাও করেন। বছরের পর বছর ধরে সেই মামলা চলে। কারও কারও তো বকেয়া ৮০ হাজার টাকার কাছাকাছি গিয়ে পৌঁছায়। এবার কিন্তু সেই বকেয়া টাকা এক থোকেই পেতে চলেছেন তাঁরা। তবে ঠিক পঞ্চায়েত ভোটের মুখে এই ঘোষণাকে নির্বাচনী কৌশল বলে মনে করছে বিরোধীদের একাংশ। কেউ কেউ প্রশ্ন তুলছেন, আদর্শ আচরণবিধি চলাকালীন এই ঘোষণা করা যায় কি না। তবে আধিকারিকরা বলছেন, যে ট্রেজারি বিধির উল্লেখ করে এই নির্দেশিকা, তা বহুদিন ধরেই রয়েছে। এতে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর