এই মুহূর্তে




‘আজ দিনটা রাহুলের’, ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনে জামাইয়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীলের




নিজস্ব প্রতিনিধি: লিডসের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজের টেস্ট খেলছে ভারত। সোমবার চতুর্থ ম্যাচ। তরুণ ক্রিকেটার দের সাজানো ভারতীয় দলও ভালোই পারফরম্যান্স করছে। এদিকে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী তাঁর শ্বশুরমশাই সুনীল শেট্টিও। জামাইয়ের প্রতিটি পারফরম্যান্সে তাঁর জন্যে উচ্ছ্বাস প্রকাশ করেন সুনীল শেট্টি। মাস কয়েক আগেই বাবা হয়েছেন কেএল রাহুল। মা হয়েছেন সুনীল কন্যা আথিয়া শেট্টি। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। রাহুলের ঠাকুমার নামে মেয়ের নামকরণ করেছেন আথিয়া।

এছাড়াও স্বামীর সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থেকে তাঁকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন আথিয়া। যাই হোক, সোমবার (২৩ জুন) ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুলের ভাল পারফর্ম্যান্সের জন্য আকুল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ব্যাটসম্যানের শ্বশুর সুনীল শেট্টি। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময়, এই অভিজ্ঞ অভিনেতা বলেন, তাঁর কাছেও ভারত-ইংল্যান্ডের চতুর্থ দিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করার পর টিম ইন্ডিয়া ছয় রানের প্রধান আসন অর্জন করেছে। যশস্বী জয়সওয়াল (৪) এবং বি সাই সুধারসন (৩০)-এর উইকেট পড়েছে। তবুও, কেএল রাহুল পূর্ণ গতিতে ব্যাট করে যাচ্ছেন, ৭৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন, যা সফরকারীদের ৯৬ রানের লিড এনে দিয়েছে। তবে প্রথম ইনিংসে কেএল রাহুল একটি প্রাপ্য অর্ধশতক হাতছাড়া করেছেন। কর্ণাটকে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার প্রথম ইনিংসে একটি প্রাপ্য অর্ধশতক হাতছাড়া করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ব্রাইডন কার্সের বলে প্রথম স্লিপে তাকে নিক করতে বাধ্য করেন জো রুট। তবে, তার ৪২ রানের ফলে সফরকারীরা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৯১ রানের দৃঢ় উদ্বোধনী জুটি গড়ে তোলে। জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পন্থের সেঞ্চুরির পর টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত ৪৭১ রান সংগ্রহ করেছে। জবাবে, ইংল্যান্ডের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন অলি পোপ, অন্যদিকে হ্যারি ব্রুক তিন অঙ্কের স্কোর থেকে যন্ত্রণাদায়কভাবে পিছিয়ে পড়েন, ৯৯ রানে আউট হন। তবুও ক্রিস ওকস (৩৮) এবং ব্রাইডন কার্স (২২) কার্যকর অবদান রেখেছেন। তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে উইকেট শিকারী ছিলেন কার্স এবং বেন স্টোকস, কিন্তু বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা তাড়াতাড়ি বাতিল করতে বাধ্য হন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ