নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শুভমন গিল আর অক্ষর পটেলের দুরন্ত লড়াই বিফলে গেল। টপ অর্ডার ব্যাটারদের চরম দায়িত্বজ্ঞানহীনতায় বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ৬ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছিল। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে গেলেন রোহিত শর্মারা। প্রথম একাদশে পাঁচ পরিবর্তনের খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে।
শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ২৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তানজিম হাসান শাকিবের বলে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সুযোগ পাওয়া তিলক ভার্মা এদিন নিজেকে প্রমাণ করতে পারেননি। ৯ বল খেলে পাঁচ রান করে তানজিমের বলে ফিরে যান। ১৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এর পরে জুটি বেঁধে সেই চাপ অনেকটাই কাটান শুভমন গিল ও কে এল রাহুল। দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। নাসুম আমেদ, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসানদের সামলে রান মেশিন সচল রাখেন দুজনে। জুটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালান টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ১৮তম ওভারে বল করতে এসে রাহুলকে (১৯) ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মাহেদী হাসান।
রাহুল ফেরার পরে ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান গিল। ছক্কা হাঁকিয়ে ৬১ বলে নিজের নবম অর্ধশতরান পূর্ণ করেন। দলের রান ১০০ পার হওয়ার আগেই মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ঈশান কিশন (৫)। রিভিউ নিয়েছিলেন তিনি। তবে আউটের হাত থেকে রক্ষা পাননি। সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন গিল। টাইগার অধিনায়ক সাকিবের বলে সাজঘরে ফেরেন সূর্য (২৬)। দ্রুত ফিরে যান রবীন্দ্র জাদেজাও (৭)। এর পরে অক্ষর পটেল ও শুভমন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১১৭ বলে নিজের পঞ্চম শতরান করেন গিল। শেষ পর্যন্ত মাহেদী হাসানের বলে সাজঘরে ফেরেন শুভমন (১২১)। অষ্টম উইকেটে শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে দিয়েছিলেন অক্ষর পটেল। ৪৯ ওভারে বল হাতে ভারতীয় শিবিরকে জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে শার্দুল ঠাকুরকে (১১) এবং চতুর্থ বলে অক্ষর পটেলকে ফিরিয়ে দিয়ে হারা ম্যাচের নিয়ন্ত্রণ টিম ইন্ডিয়ার হাত থেকে ছিনিয়ে নেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ৬ রানে হারিয়ে জিতে যায় বাংলাদেশ।