এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঋতুরাজ-শিবম-ধোনির দুরন্ত ব্যাটিং, মুম্বইকে ২০৭ রানের টার্গেট দিল চেন্নাই

নিজস্ব প্রতিনিধি : ঋতুরাজ, শিবমের ব্যাটিং ঝড়। তারপর ধোনির পর পর তিন ছক্কা। ২০ ওভারে দুশোর গণ্ডি টপকে গেল চেন্নাইয়ের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে এখন জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। 

এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ফলে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে হয়েছে। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই সুপার কিংস। মাত্র ৫ রান করে কোৎজির বলে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। এরপর রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। দলগত ৬০ রানের মাথায় রাচিন রবীন্দ্র শ্রেয়স গোপালের বলে আউট হয়ে যান। ১৬ বলে ২১ রান করেন রাচিন। ২১ রানের মধ্যে রয়েছে ২টি চার ও একটি ছয়।

রাচিন আউট হয়ে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার নিজের কাঁধে নিয়ে নেন ঋতুরাজ গায়কোয়াড। শিবম দুবেকে সঙ্গে নিয়ে ১২ ওভারের মধ্যে চেন্নাইকে ১০০ রানের গণ্ডি পার করে দেন ঋতুরাজ। ৩৩ বলে অর্ধশতরান করেন ফেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। অন্যদিকে এদিন ঋতুরাজকে যোগ্য সঙ্গত করতে দেখা গিয়েছে শিবম দুবেকে। শিবম দুবে এমনিতেই হার্ড হিটার নামে পরিচিত। এদিন আরও একবার সেই প্রমাণই দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন শিবমও। ঋতুরাজ ও শিবম অর্ধশতরান পূর্ণ করলেও তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের ঝাঁঝ কমে যায়নি। পরপর চার ছয় হাঁকিয়ে চেন্নাইকে ১৬ ওভারের মধ্যে ১৫০ রানে পৌঁছে দেন ঋতুরাজ ও শিবম। এদিন মুম্বইয়ের কোনও ওভারই ঋতুরাজ ও শিবমকে আটকাতে পারেনি। শেষ পর্যন্ত গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার বলে পরাস্ত হলেন ঋতুরাজ। ৪০ বলে ৬৯ রান করে থামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ইনিংস। এই ৬৯ রানের মধ্যে রয়েছে ৫টি চার ও ৫টি ছয়।

ঋতুরাজ আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামে ডারেল মিচেল। মিচেল যেহেতু সদ্য ব্যাট করতে নেমেছেন, তাই চেন্নাইকে শেষ তার ওভারে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে শিবম দুবের ওপর। ১৭ তম ওভারে জসপ্রীত বুমরাকে চার মেরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শিবম। এরপরের পরের ওভারে প্রথম বলেই কোয়েৎজিকে চার মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে সবসময় চার মেরেই নয়, কখনও কখনো এক-দুই রান নিয়েও চেন্নাইয়ের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন শিবম। ১৮ ওভার শেষেই চেন্নাইয়ের রান ১৭৪-এ পৌঁছে গিয়েছিল। মনে হচ্ছিল, শেষ ২ ওভারে চেন্নাইয়ের রান দুশোর গণ্ডির পার যাবে নাতো? কারণ শিবম ও মিচেল যেভাবে ব্যাট করা শুরু করেছিল তাতে মনে হচ্ছিল সেটা অসম্ভব নয়। শেষ ওভারে ডারেল প্রথম বলেই চার হাঁকায়। তারপরের বলে অবশ্য ছয় হাঁকাতে গিয়ে আউট হয়ে যায়। এরপরে নামেন গেম ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। পরপর ৩টি বলে তিনটি ছক্কা হাঁকান তিনি। এই তিন ছক্কাতেই দুশোর গণ্ডি টপকে যায় চেন্নাই। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৬ রান করে থামল চেন্নাইয়ের ইনিংস। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির ফোডেন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

টি ২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা, জানাল আইসিসি

বুমরাকে পিছনে ফেলে বেগুনি টুপির মালিক নটরাজন

মুম্বইকে হারিয়ে প্রথম চারে থাকা পাকা করতে চায় কেকেআর

ইউরোপা লিগে রোমাকে হারিয়ে ফাইনালের পথে এক পা লেভারকুসেনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর