নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে মরশুমের প্রথম ডার্বি। আর তাঁর আগেই আজ, শনিবার সকালে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে প্রথম ডার্বির জন্য ২৬ জনের দল ঘোষণা করে দিয়েছে। আর তাতে নাম রয়েছে এই ব্রজিলিয়ান স্ট্রাইকারের। এমনকি লাল-হলুদ কোচ কার্লোস ইঙ্গিত দিয়েছিলেন যে, ডার্বির আগে কলকাতায় ক্লেটন পা দিলে তাঁকে ব্যবহার করতে পারেন। তাই তাঁর শহরে পা দেওয়ার পর থেকে কলকাতা ফুটবলের আকাশে-বাতাসে এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে যে, তাহলে কি ডার্বিতে নিজের পায়ের জাদু দেখাবেন ক্লেটন?
গতবার ক্লেটন লালা-হলুদ জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স দিয়েছিলেন। তাঁর পা থেকে ১এটি গোল পেয়েছিল ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে এক বছর চুক্তি বাড়ায়। কার্লোস জানেন যে, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিট। তাহলে কি মোহনবাগানের বিরুদ্ধে এই তুরুপের তাসকে ব্যবহার করবেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ? উত্তর মিলবে বিকেলে।