28ºc, Haze
Friday, 24th March, 2023 9:06 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধু এশিয়া কাপই নয়, পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচেই রোহিত শর্মাদের খেলতে যাওয়া উচিত নয় বলে জানিয়ে দিলেন হরভজন সিং। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের মাটিতে সে দেশের মানুষই নিরাপদ নয়। তাহলে রোহিত শর্মা-বিরাট কোহলিরা কীভাবে সুরক্ষিত থাকবে? খেলতে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা হামলার সম্মুখীন হবে না, এমন গ্যারান্টি কে দেবে?’
পাকিস্তানের মাটিতে চলতি বছর এশিয়া কাপ বসার কথা ছিল। যদিও নিরাপত্তার কারণে পড়শি দেশে ভারতীয় দল যাবে না বলে গত বছর সেপ্টেম্বর মাসেই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর ওই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা পাল্টা হুমকি দেন, ‘ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে বাবর আজমরাও ভারতের মাটিতে বসা একদিনের বিশ্বকাপে অংশ নেবেন না।’
দুই দেশের বোর্ডের শীর্ষ কর্তাদের মধ্যে বাক-যুদ্ধের মধ্যেই পাকিস্তান থেকে কোনও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করতে শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদিও কোন নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হবে তা চূড়ান্ত হয়নি। তার মধ্যেই এদিন এশিয়া কাপ খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার বিরোধিতা করেছেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। তাঁর কথায়, ‘ভারতের একেবারেই পাকিস্তানে যাওয়া উচিত নয়। কারণ পাকিস্তান মোটেও নিরাপদ নয়। নিজের দেশের মানুষই যখন পাকিস্তানে নিরাপদ নয়, তখন ঝুঁকি নিয়ে যাওয়ার কিসের প্রয়োজন?’