-273ºc,
Friday, 9th June, 2023 3:29 am
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: টেস্ট সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজে ক্যাঙারু বধের স্বপ্ন অধরাই রইল রোহিত শর্মা-হার্দিক পাণ্ড্যদের কাছে। উল্টে বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অজিদের কাছে ২১ রানে হেরে শুধু সিরিজই খোয়ায়নি, আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের সিংহাসনচ্যূতও হতে হয়েছে। অসামান্য ব্যাটিংয়ের সুবাদে একদিনের সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার মিচেল মার্শ। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অ্যাডাম জাম্পা।
প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। জয়ের জন্য রোহিতদের প্রয়োজন ছিল ২৭০ রান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। ১৭ বলে ৩০ রান করে সিয়ান অ্যাবটের বলে মারতে গিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। খানিকবাদে আউট হয়ে যান শুভমন গিল(৩৭)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও কে এল রাহুল। ৬৯ রান তোলেন দুজনে। ৩২ রানে ফিরে যান রাহুল। এর পরে বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন অক্ষর পটেল (২)। সাবলীলভাবেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বিরাট কোহলি। তাঁর দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু ৫২ রানে অ্যাস্টন অ্যাগারের বলে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। পরের বলে সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফিরিয়ে দেন অ্যাগার। চলতি সিরিজে তিন ম্যাচেই শূন্য করার মতো দুর্লভ কলঙ্কের নজির গড়লেন ভারতীয় তরুণ ব্যাটার।
রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ড্যর দিকে ব্যাটিংই ছিল ভরসা। অজি বোলারদের আক্রমণ ভালোই সামাল দিচ্ছিলেন দুজনে। ৪০ বলে ৪০ রান করা হার্দিক ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন জাম্পা। জাদেজাকে মনে হচ্ছিল টেস্ট খেলছেন। ৩৩ বলে ১৮ রান করে জাম্পার বলে তিনিও ফেরেন। ভারতের ভাগ্যলিখন তখনই স্পষ্ট হয়ে যায়। ২৯ বলে দরকার ছিল ৪৫ রান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় সিরিজ হাতছাড়া হচ্ছে রোহিতদের। শেষ পর্যন্ত ৪৯ ওভার এক বলে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারত। ৪৫ রান দিয়ে চার উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।