এই মুহূর্তে




ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষিত, নেই বাংলায় অভিমুন্য

নিজস্ব প্রতিনিধি : ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা হল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রত্যাশামতো এই টেস্ট সিরিজের অধিনায়ক শুভমন গিল। সহ অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। এই টেস্টের দলের ঘোষণায় রয়েছে একাধিক চমক।

জানা গিয়েছে, বাংলায় ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরণকে হারানোর কথা বলা হয়েছিল। কিন্তু কথা দিয়েও দলে রাখা হয়নি অভিমন্যুকে। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার ও পেসার আকাশদীপ। এই টেস্ট সিরিজের দলে জায়গা করেছেন, শুভমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা ( সহ অধিনায়ক), কে এল রাহুল, দেবদত্ত পারিক্কল, সাই সুদর্শন, জসপ্রীত বুমরাহ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল নীতিশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেট কিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজে এগিয়ে ভারতই। ভারতের মাটিতে ১৯৮৩ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে চারটি টেস্ট সিরিজ হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের। ১৯৮৭ এবং ১৯৯৪ সালে সিরিজ ড্র হয়েছিল। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে অবসর ঘোষণা করেছিলেন সচিন তেন্ডুলকার।

ভারতের সঙ্গে খেলার জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক  রস্টন চেজ। জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের এবং জেডেন সিলস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের এ দলে নাম নেই রোহিত-কোহলির, কিন্তু কেন?

এশিয়া কাপে ভারত-পাক সঙ্ঘাত চরমে, ২ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ICC-তে নালিশ বিসিসিআইয়ের

 টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসন ধরে রাখলেন ভারতীয় স্পিনার

টিম ইন্ডিয়া এবং পাকিস্তানি খেলোয়াড়রা একসঙ্গে খেলবে, সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন

বাংলাদেশ বধের জন্য প্রস্তুত ভারত, দলকে আরও শক্তিশালী করতে সূর্যদের সম্ভাব্য একাদশে কারা?

চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড, বয়স হয়েছিল ৯২ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ