এই মুহূর্তে




রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ে প্রোটিয়াদের কাছে হারলেন রাহুলরা

নিজস্ব প্রতিনিধি: বিফলে গেল বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া শতরান। রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ের খেসারত দিয়ে বুধবার (৩) রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে গেলেন লোকেশ রাহুলরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে আইডেন মার্করামের শতরানের দৌলতে চার বল বাকি থাকতেই হাতে চার উইকেট রেখে জয় হাসিল করে দক্ষিণ আফ্রিকা। এদিন জয়ের ফলে সিরিজে সমতা ফেরালেন টেম্বা বাভুমারা।

জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। ক্রিজে টিকে থাকতে ধীরে-সুস্থে দেখে শুনে খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক ও আইডেন মার্করাম। তবে তাতে লাভ হয়নি। পঞ্চম ওভারেই প্রোটিয়াদের ধাক্কা দেন আর্সদীপ সিংহ। ফিরিয়ে দেন ডি’ককে (৮)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্করাম ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম পাওয়ার প্লে-র শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় এক উইকেটে ৫১।

ভারতীয় বোলারদের আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দিয়ে ৫২ বলেই নিজের অর্ধশতরান পূরন করেন মার্করাম। ১৭.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানের মাথায় জীবন পান মার্করাম। তাঁর সহজ ক্যাচ ফেলে দেন যশস্বী জয়সোয়াল। বল করতে এসে টেম্বা বাভুমাকে (৪৬) আউট করে ১০১ রানের জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা।

অদিনায়ক ফিরে যাওয়ার পর ম্যাথু ব্রিৎজকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্করাম। অর্ধশতরানের পরেই চালিয়ে খেলতে শুরু করেছিলেন তিনি। ফলে ৮৮ বলেই নিজের চতুর্থ শতরান পেয়ে যান প্রোটিয়া ওপেনার। যদিও শতরানের পর খুব বেশিক্ষণ ক্রিজে তাকতে পারেননি। হর্ষিত রানার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আউটের আগে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ৯৮ বলে ১১০ রান করে যান। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। কিন্তু ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ নিজেদের অনুকুলে নিয়ে যান ম্যাথু ব্রি‍ৎজকে ও ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস। ভারতীয় বোলারদের উপরে নির্দয় ছিলেন বেবি এবি। ৩৩ বলে পাঁচটি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কুলদীপকে ছয় মারতে গিয়ে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেভিস (৫৪)। চতুর্থ উইকেটে ৬৩ বলে ৯২ রান যোগ করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় প্রোটিয়ারা।

৪৪তম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা ম্যাথু ব্রি‍ৎজকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। সাজঘরে ফেরার আগে অবশ্য নিজের অর্ধশতরান পূরণ করেছেন প্রোটিয়া ব্যাটার। ৬৩ বলে ৬৮ রান করেছেন ব্রি‍ৎজকে। এরপরে ম্যাচের রং খানিকটা ঘুরেছিল। পরের ওভারে মার্কো জানসেনকে (২) ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে ছিলেন আর্শদীপ সিংহ। কিন্তু সপ্তম উইকেটে টনি ডি জর্জি ও করবিন বস্ক মাথা ঠান্ডা করে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জর্জিকে (১৭)। এর পর কেশব মহারাজ ও করবিন বস্ক দলকে জয় এনে দেন। করবিন ১৫ বলে ২৯ এবং কেশব মহারাজ ১৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টির দলে ফিরলেন হার্দিক, ঠাঁই হল না রিঙ্কু সিংহের

রুতুরাজ-বিরাটের জোড়া শতরান, প্রোটিয়াদের ৩৫৯ রানের লক্ষ্য দিল রাহুল বাহিনী

গম্ভীরকে মুখের মতো জবাব, রাঁচির পর রায়পুরেও শতরান কোহলির

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করে রেকর্ডবুকে নাম তুললেন আর্লিং হাল্যান্ড

ফের টসে হার, দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট করতে নামছে ভারত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ