এই মুহূর্তে




বাংলাদেশ বধের জন্য প্রস্তুত ভারত, দলকে আরও শক্তিশালী করতে সূর্যদের সম্ভাব্য একাদশে কারা?

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ এবং সুপার ফোর দুটি ম্যাচেই শত্রুদেশকে হারিয়েছে ভারত। দুটি ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছে পাকিস্তান এবং বোলিং করেছে ভারত। তাতেই ফায়দা হয়েছে ভারতের। দুটি ম্যাচেই পাকিস্তানকে একেবারে দুরমুশ করেছে ভারত। যদিও অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছে, পাশাপাশি পেসাররাও দারুণ পারফরম্যান্স করেছেন। যদিও ভারত-পাক ম্যাচ ঘিরে শুরু থেকেই বিতর্ক তুঙ্গে ছিল। পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাতে খুন হয়েছেন ২৬ জন ভারতীয়। এই ঘটনার পরেও কীভাবে সে দেশের মুখোমুখি হচ্ছে ভারত, মানবতা কোথায় হারিয়ে গেল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। তাই ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে তেমন কেউই উত্তেজনা দেখায় নি। অথচ পাকিস্তানকে দুটি ম্যাচেই হারিয়েছেন ভারত। যাই হোক, বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত, সেই ম্যাচে ভারতের একাদশে কোনও বদল হবে কিনা, নাকি আগের দলই রাখবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা, সেটাই এবার জানা গেল।

ভারতের সম্ভাব্য একাদশের লড়াইয়ে সামান্য কিছু বদল হলেও হতে পারে। সাধারণত জয়ী দলে কোনও বদল হয় না। কিন্তু মাঠ, পরিবেশ ও প্রতিপক্ষ দেখে কিছু বদল করা যেতে পারে। তবে আপাতত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে দল নিয়ে খেলছে বাংলাদেশের বিরুদ্ধেও সেই দলই খেলবে। অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

১) অভিষেক শর্মা- এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই সুপার রান করেছেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস দলকে জিতিয়েছে। এদিন বাংলাদেশের বিরুদ্ধে তিনি ওপেন করবেন।

২) শুভমন গিল- দলের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে চুপ থাকলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাই আজ বাংলা দেশের বিরুদ্ধে তিনিও দলের বড় ভরসা।

৩) তিলক বর্মা- অভিষেকের মতো তিলকও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানোর অন্যতম অধিকারী তিনিও। আজ তিলক খেলবেন তিন নম্বরে।

৪) সূর্যকুমার যাদব- দলের অধিনায়ক। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ভাল রান না পেলেও অধিনায়কত্ব ভাল করছেন।

৫) সঞ্জু স্যামসন- এদিকে পাকিস্তানের বিরুদ্ধে তেমন রান দেখাতে পারেনি নি। তবে উইকেটরক্ষক হিসেবে ভার পারফরম্যান্স করছেন তিনি। বাংলাদেশ ম্যাচেও খেলবেন তিনি।

৬) হার্দিক পাণ্ড্য- বল ভাল করলেও বড় রান পান নি। ব্যাট হাতে তেমন দাপট দেখাতে পারছেন না। আজ তিনিও খেলছেন।

৭) শিবম দুবে- হার্দিকের পাশাপাশি শিবম দুবে অলরাউন্ডার হিসাবে খেলবেন। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর বল নজর কেড়েছে। শিবমও দলের বড় ভরসা।

৮) অক্ষর পটেল- পাকিস্তানের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেছিলেন তিনি। তবুও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে তাঁকে দেখা যাবে।

৯) কুলদীপ যাদব- চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার হয়েছেন তিনি। পরপর দুটি ম্যাচেই সেরা হয়েছেন তিনি। তবে আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখাতে পারেননি। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ছন্দ ফিরে পেতে চাইবেন।

১০) জসপ্রীত বুমরাহ- পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে খারাপ বল করেছিলেন তিনি। কিন্তু সূর্য জানিয়ে দিয়েছেন, তাঁর দলে বোলিং আক্রমণে তিনিই সেরা।

১১) বরুণ চক্রবর্তী- পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করলেও বেশি উইকেট পাননি। তাই বাংলাদেশের বিরুদ্ধে তিনি ভাল পারফরম্যান্স করবেন বলে আশা করা যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বি কবে?

ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষিত, নেই বাংলায় অভিমুন্য

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের এ দলে নাম নেই রোহিত-কোহলির, কিন্তু কেন?

এশিয়া কাপে ভারত-পাক সঙ্ঘাত চরমে, ২ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ICC-তে নালিশ বিসিসিআইয়ের

 টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসন ধরে রাখলেন ভারতীয় স্পিনার

টিম ইন্ডিয়া এবং পাকিস্তানি খেলোয়াড়রা একসঙ্গে খেলবে, সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ