এই মুহূর্তে




রাহুল ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু, অপরাজিত রইল দিল্লি




 নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বাগে পেয়েও দিল্লি ক্যাপিটালসের জয়রথ রুখতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পারল না তার কারণ কে এল রাহুল। নিজের ঘরের মাঠেই কার্যত ধ্বংসলীলা চালালেন তিনি। তাঁর অপরাজিত ৯৩ রানের কল্যাণেই ১৩ বল বাকি থাকতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ছয় উইকেটে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য লোকেশ রাহুলের পাশাপাশি সমান কৃতিত্ব দাবি করতেই পারেন ত্রিস্তান স্টাবস। তিনি রাহুলের সঙ্গে সঙ্গত না করলে ম্যাচের ফল কী হতো, তা নিয়ে সংশয় থাকছে। বেঙ্গালুরুকে হারিয়ে চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত থাকার তকমা ধরে  রাখল অক্ষর পটেলের দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু শুরুতেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট। মনে হচ্ছিল অক্ষরের সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২২ বলেই ওপেনিং জুটিতে ৬১ রান সংগ্রহ হয়েছিল। কিন্তু পরের বলে বিরাটের সঙ্গে তালমিলের অভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ফিল সল্ট। আউটের আগে ১৭ বলে ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে মুকেশ কুমারের বলে ফিরে যান দেবদত্ত পাডিক্কাল। তিনি করেন আট বলে ১ রান। পরের ওভারে বিরাটকে (১৪ বলে ২২) ফিরিয়ে ম্যাচের উপরে দিল্লির নিয়ন্ত্রণ হাসিল করেন বিপরাজ নিগম। ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হন। চলতি আইপিএলে ছন্দে না থাকা লিভিংস্টোন ফেরেন মোহিত শর্মার বলে। তাঁর অবদান ৬ বলে চার রান।

পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। কিন্তু জিতেশও দলের প্রয়োজনে কোনও অবদান রাখতে পারেননি। ১১ বলে ৩ রান করে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। ১৫তম ওভারে একা কুম্ভ হয়ে লড়াই চালানো রজতকে ফেরান কুলদীপ যাদব। ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন আরসিবির অধিনায়ক। ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালান টিম ডেভিড। কিন্তু সপ্তম উইকেটের জুটিকে বেশিদূর এগোতে দেননি বিপরাজ। ক্রুণালকে (১৮ বলে ১৮ রান) ফিরিয়ে জোর ধাক্কা দেন। আট নম্বরে নামা টিম ডেভিড শেষের দিকে মারমুখী মেজাজে খেলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে বেঙ্গালুরুর দৌড়। টিম ডেভিড ২০ বলে ৩৭ এবং ভুবনেশ্বর কুমার ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে কুলদীপ যাদব ১৭ রানে এবং বিপরাজ নিগম ১৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় দিল্লি। দ্বিতীয় ওভারেই যশ দয়ালের বলে ফিরে যান ফ্যাপ ডু’প্লেসিসি (২)। পরের বলে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (৭)। দিল্লির স্কোর বোর্ডে তখন রান মাত্র ১০। তৃতীয় উইকেটে অভিষেক পোড়েলের সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চচেষ্টা চালান লোকেশ রাহুল। তবে বেশিক্ষণ থিতু হননি অভিষেক পোড়েল। ৭ বলে সাত রান করে ফিরে যান। পাঁচ নম্বরে ব্যাট করত নামা দিল্লির অধিনায়ক অক্ষর পটেলও (১৫) বিশেষ কিছু করতে পারেনি। ৫৮ রানে চার উইকেট হারিয়ে তখন রীতিমতো হারের আশঙ্কা চেপে বসেছে দিল্লি শিবিরে।

তখনই ত্রিস্তান স্টাবসের সঙ্গে জুটি বেঁধে ম্যাচের রং ঘুরিয়ে দিতে শুরু করলেন লোকেশ রাহুল। চিন্নাস্বামীর পিচ তার চেনা, এই পিচের চরিত্র ভালই জানেন। মাথা ঠান্ডা রেখে বেঙ্গালুরুর বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। আর তার পরেই তাণ্ডব চচালাতে শুরু করেন। ক্রিজের উল্টোদিকে থাকা ত্রিস্তান স্টাবসও রাহুলকে দেখে অনুপ্রাণিত হন। তিনিও হাত খুলে মারতে শুরু করেন। দুই ব্যাটার যা শুরু করলেন তাঁকে এক কথায় বলা যেতে পারে ‘প্রহারেণ ধনঞ্জয়।’ বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেললেন যশ দয়াল-সুয়ুশ শর্মারা। শেষ পর্যন্ত অষ্টাদশ ওভারে যশ দয়ালের বলে ছক্কা হাঁকিয়ে ১৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন রাহুল। সাতটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন তিনি। উল্টোদিকে চারটি চার ও একটি ছক্কার সহায্যে ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থেকে যান স্টাবস। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ক্রিকেটাররা আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে’, বিস্ফোরক দাবি ‘ছেলে থেকে মেয়ে হওয়া’ আনায়ার

গ্লেন ফিলিপসের পরিবর্তে এই তারকা ব্যাটারকে দলে নিল গুজরাত টাইটান্স

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদ বধ মুম্বইয়ের

মুম্বইয়ের বোলারদের দাপটে ১৬২ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

বিজ্ঞাপন বিতর্কে আইনি পথে আরসিবি, কাঠগড়ায় ‘Uber’, নাম জড়ালো ট্র্যাভিস হেডের

 ঘরের মাঠে জয়ের মুখ দেখবে মুম্বই নাকি বাজি মারবে সানরাইজার্স হায়দরাবাদ?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর