এই মুহূর্তে




‘এই মাঠ আমার’, বিরাটদের বধ করার পরেই উ‍ৎসবে মাতলেন ‘ঘর শত্রু’ বিভীষণ’ রাহুল




নিজস্ব প্রতিনিধি: সদ্যই কন্যাসন্তানের বাবা হয়েছেন। সেই আনন্দে এতদিন বিভোর ছিলেন লোকেশ রাহুল। কিন্তু বৃহস্পতিবার রাতটা যেন একেবারে নিজের নামে লিখে নিলেন। একদিকে পুরনো দলের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস, আর অন্যদিকে নিজের শহরে জয় এনে দিলেন দিল্লি ক্যাপিটালসকে। টানা চতুর্থ ম্যাচ জিতে যাঁরা এখন IPL-এর একমাত্র অপরাজিত দল। ।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় DC। শুরুটা ভালই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্টের ঝড়ো ব্যাটিং করেন – মাত্র ১৭ বলে ৩৭ রান। কিন্তু তারপর থেকেই DC-র বোলাররা খেলা ঘুরিয়ে দেয়। টিম ডেভিড শেষ দিকে ২০ বলে অপরাজিত ৩৭ করে দলকে টানেন, ফলে RCB-র স্কোর দাঁড়ায় ২০ ওভারে ১৬৩/৭।

তবে সেই রান যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস-এর শুরুটা একেবারেই ভাল হয়নি। একের পর এক উইকেট ৪ উইকেট পড়ে যায়, কিন্তু অসাধারণ ব্যাটিং করেন কেএল রাহুল । ৫৩ বলে অপরাজিত ৯৩ রান। পাশে ছিলেন ট্রিস্টান স্টাবস, যিনি ২৩ বলে অপরাজিত ৩৮ করে দলকে ১৭.৫ ওভারে জয় এনে দেন।

কেএল রাহুল  ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং তখনই দেখা যায় তাঁর সেই ভাইরাল সেলিব্রেশন – বুক চাপড়ে বার্তা দিলেন, “This is my ground!” অর্থাৎ, “এই মাঠ আমার!” আসলে বেঙ্গালুরুতেই বড় হয়েছেন রাহুল। আর এই মাঠের প্রতিটি ধুলোকণাও যেন চেনা তাঁর।

ম্যাচ শেষে রাহুল বললেন, ‘উইকেটটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ২০ ওভার ধরে পিছনে দাঁড়িয়ে উইকেট কিপিং করার ফলে বুঝতে পেরেছিলাম বল কেমন আচরণ করছে। খুব একটা পেস ছিল না, এক গতিতেই আসছিল বল। তাই জানতাম কোন শটগুলো খেলতে হবে।” তাঁর কথায়, ‘শুরুর দিকে আক্রমণাত্মক খেলতে চেয়েছিলাম, পরে ম্যাচ অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছি। কোথায় ছক্কা মারা যায়, সেটা মাথায় ছিল। একটা ক্যাচ পড়ে যাওয়াতে একটু সৌভাগ্যও হয়েছে। এই মাঠ আমার ঘরের মতো। এখানকার প্রতিটা জায়গা চিনি। খেলাটা উপভোগ করেছি।’

অন্যদিকে, RCB-র হয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার বল হাতে চেষ্টা করেছিলেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। কিন্তু রানই কম ছিল, তাই শেষরক্ষা হয়নি।

একদিকে দুর্দান্ত বোলিং, অন্যদিকে কেএল রাহুল -এর ইনিংস – সবমিলিয়ে দিল্লি ক্যাপিটালস-এর জয়টা যেন একেবারে সিনেমার মতোই। আর রাহুলের বুক চাপড়ে দেওয়া সেই বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে – “This is my ground!”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্লে-অফের দৌড়ে টিকে থাকার  ক্ষীণ আশা নিয়ে পঞ্জাবের মুখোমুখি চেন্নাই

রাতারাতি সিদ্ধান্ত বদল, ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কিন্তু কেন?

চেন্নাই-পঞ্জাব ম্যাচে ভাঙতে পারে একাধিক রেকর্ড, নজরে ধোনি, জাদেজা ও স্টোইনিস

বিরাটের হয়ে ব্যাট ধরলেন দাদা বিকাশ, মঞ্জরেকরের টিপ্পনির মোক্ষম জবাব দিলেন

অক্ষরের বাম এবং রাহানের ডান হাতে গুরুতর চোট, এখন কেমন আছেন IPL-এর দুই অধিনায়ক?

ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে চড় কুলদীপ যাদবের, ফেরাল হরভজন-শ্রীশান্তের  স্মৃতি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর