এই মুহূর্তে




অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে গুজরাত, রাজস্থানকে হারিয়ে শীর্ষে শুভমনরা




নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএলে  অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছে গুজরাত টাইটান্স। আজ বুধবার (৯ এপ্রিল) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে হারিয়ে দিলেন শুভমন গিলরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাই সুদর্শনের অনবদ্য ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল গুজরাত। জবাবে ১৯.২ ওভার ১৫৯ রানেই গুটিয়ে গেলেন সঞ্জু স্যামসনরা। টানা চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়ে দিল্লিকে টপকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করলেন শুভমন গিলরা। যদিও অক্ষর পটেলরা দুটি ম্যাচ কম খেলেছেন।

এদিন টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে শুরুটা খুব একটা ভাল হয়নি গুজরাত টাইটান্সের। তৃতীয় ওভারেই জোফ্রা আর্চারের প্রথম বলে উড়ে যায় শুভমন গিলের স্টাম্প। তিন বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন গুজরাত অধিনায়ক। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান সাই সুদর্শন ও জস বাটলার। দুজনেই পাল্টা আক্রমণের পথে হেঁটে রাজস্থানের বোলারদের শাসন করতে থাকেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫৯ রানে পৌঁছে দেন দলকে। ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। মারমুখী মেজাজে ৩২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন। যখন দুজনকে অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল ঠিক তখনই জস বাটলারকে ফিরিয়ে গুজরাত শিবিরে ধাক্কা দেন মাহেশ তিকশানা। ২৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৬ রান করে ফিরে যান বাটলার।

সতীর্থ ফিরতেই গুজরাত দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুদর্শন। শাহরুখ খানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা করেন। দল দেড়শো রানের গণ্ডি পেরোবার পরেই মাহেশ তিকশানার বলে ফিরে যান শাহরুখ খান। তিনি আউট হওয়ার আগে করেন ২০ বলে ৩৬ রান। পাঁচ নম্বরে নামা শেরফানে রাদারফোর্ড ব্যাট হাতে বেশিক্ষণ থিতু হতে পারেননি। একটি ছক্কার সাহায্যে তিন বলে ৭ রান করার পরেই সন্দীপ শর্মার শিকার হয়ে সাজঘরে ফেরেন। রাদারফোর্ড ফেরার পরে হাত চালিয়ে খেলতে শুরু করেন সুদর্শন। ১৯তম ওভারে বল করতে এসে বিধ্বংসী সুদর্শনকে থামান তুষার দেশপাণ্ডে। ৫৩ বলে ৮২ রান করে ফিরে যান গুজরাতের ওপেনার। ওই ওভারেই এক ছক্কা ও এক চারের সাহায্যে ১২ রান করে ফেরেন রশিদ খান।শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে গুজরাত। রাহুল তেওয়াতিয়া ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই যশস্বী জয়সোয়াল (৬) ও নীতীশ রানার (১) উইকেট খোয়ায় রাজস্থান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। সপ্তম ওভারে পরাগকে (২৬) ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন কুলবন্ত। পরের ওভারে রশিদ খানের বলে ফিরে যান ধ্রুব জুরেল (৫)। পঞ্চম উইকেটে সিমরান হেইটমায়ারকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই জারি রাখার চেষ্টা চালান সঞ্জু। ১৩ তম ওভারে রাজস্থান অধিনায়ককে (২৮ বলে ৪১) ফের জোর ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। পরের ওভারে সাজঘরে ফেরেন শিভম দুবে (১)। তাঁকে ফেরান রশিদ খান।

এর পর একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন হেইটমায়ার। কিন্তু অন্য প্রান্তে রাজস্থানের অন্য কোনও খেলোয়াড় ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৬তম ওভারে রাজস্থানের মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। একই ওভারে ফিরিয়ে দেন জোফ্রা আর্চার (৪) ও হেইটমায়ারকে (৫২)। পরের ওভারে সাই কিশোরের বলে ফেরেন তুষার দেশপাণ্ডে (৩)। শেষ ওভারে মাহেশ তিকশানাকে (৫) ফিরিয়ে রাজস্থানের ইনিংস গুটিয়ে দেন সাই কিশোর। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ২৪ রানে ৩ উইকেট নেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরুভূমিতে বৈভব টর্নেডোয় উড়ে গেলেন শুভমন গিলরা

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক ১৪ বছরের বৈভব

বিষাদের ছায়া বাগান শিবিরে, চিঠি লিখে ইস্তফা সভাপতি টুটু বসুর, কেন?

ঘরের মাঠে জিতে মরিয়া রাজস্থান রয়্যালস, সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী গুজরাত টাইটান্স

‘আমাদের সন্তান আপনাদের বিনোদনের বিষয় নয়’, ট্রোলারদের কড়া জবাব বুমরার স্ত্রী সঞ্জনার

রাহুলকে নকল করে কোহলির ‘এটা আমার মাঠ’ সেলিব্রেশন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর