এই মুহূর্তে




কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

নিজস্ব প্রতিনিধি: ভারতের ক্রিকেটের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির আগামী বছর আইপিএলে খেলার জল্পনারও যবনিকাপাত ঘটল। কেননা, চেন্নাই সুপার কিংসের তরফেও রিটেনশনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে খেলোয়াড় হিসাবে রয়েছে ক্যাপ্টেন কুলের।

আগামী বছর আইপিএলের জন্য ১৬ ডসেম্বর আবুধাবিতে বসতে চলেছে নিলামের আসর। আর ওই নিলামের আগেই অংশগ্রহণকারী দলগুল;ইর তরফ থেকে শনিবার রিটেনশন (ধরে রাখা) তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের তরফে ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়া মইন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি) এবং স্পেন্সার জনসনকে দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের তরফে দলে থাকা ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তার মধ্যে চার বিদেশি খেলোয়াড় রয়েছেন। ওই চার জন হলেন রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মাথিশা পাথিরানা ও স্যাম কুরেন। মহেন্দ্র সিংহ ধোনি, গতবারের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ধরে রাখা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে চার বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই চার জন হলেন, ‘লিজাদ উইলিয়ামস, রিস টোপলে, বেবোন জ্যাকবস ও মুজিব উর রহমান। শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে লখনউ সুপার জায়ান্টসের কাছে হস্তান্তর করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আট খেলোয়াড়কে আগামী বছর দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে। যাদের ছেড়ে দিয়েছে তাঁরা হলেন-ময়াঙ্ক আগরওয়াল, স্বস্তিক চিকারা, টিম সেফর্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারবানি এবং মোহিত রাঠি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

KKR News: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে তাড়িয়ে দিলেন শাহরুখ খান

জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা, ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

সঞ্জু যাচ্ছেন চেন্নাইয়ে, পুরানো দল রাজস্থান রয়্যালসে ফিরছেন জাডেজা, IPL-এ কত টাকার চুক্তি হল জানেন?

৮০৭ দিন পর শতরান পাক ব্যাটার বাবরের, ১০২ রানের ইনিংসে ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে গেল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ