এই মুহূর্তে




FIFA CLUB WORLD CUP: রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে প্যারিস সঁ জঁরম




নিজস্ব প্রতিনিধি: ৯ জনের প্যারিস সঁ জঁরমকে হারাতে পারল না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। উল্টে ২-০ গোলে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যারি কেইনরা। দীর্ঘ চার বছর বাদে প্যারিসের ক্লাবটির কাছে হারল জার্মান জায়ান্টরা। অন্য কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে জয়ী দলের সঙ্গে সেমিতে খেলবেন উসমান দেম্বলেরা।  

শনিবার (৫ জুলাই) রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই জয়ের জন্য আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও বায়ার্ন। বল দখলের লড়াইয়ে পিএসজি সামান্য এগিয়ে থাকলেও গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল জার্মান জায়ান্টরা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে পিএসজির জালে বল জড়িয়েছিল বাযার্ন। যদিও অফসাইডের কারণে ওই গোল বাতিল করেন রেফারি আ্যান্থনি টেলর। এর পরেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগে পিএসজির বক্সে বায়ার্নের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে ব্লক করেন পিএসজি ডিফেন্ডার পাচো। বক্সের মধ্যে বল ধরতে গিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। গোড়ালিতে মারাত্মক চোট পান বায়র্নের অ্যাটাকিং মিডফিল্ডার। চোটের ধরন দেখে মনে হয়েছে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে মুসিয়ালাকে। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

জামাল মুসিয়ালার ভয়াবহ চোট যে বায়ার্নের খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে, তা বোঝা যায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে। মানসিকভাবে ভেঙে পড়া বায়ার্নকে চেপে ধরে লা প্যারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজির ফরোয়ার্ড ব্রাডলি বারকোলোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন বায়ার্নের গোলকিপার ম্যানুয়েল নয়্যার। ৭৮ মিনিটে হোয়াও নেভেসের পাস থেকে নিচু শটে গোল করেন পিএসজিকে এগিয়ে দেন দেজেরি দুয়ে। এর পরেই ঘটে নাটকীয় ঘটনা। ৮২ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্তেকাকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো। সংযুক্ত সময়ের ২ মিনিটে বায়ার্নের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে কনুই মেরে লালকার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। ৯ জনের দল হয়ে যায় পিএসজি। তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বায়ার্ন। উল্টে শেষ লগ্নে আশরাফ হাকিমির পাস থেকে পাওয়া বলে শট নিয়ে বায়ার্নের জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বলে।  শেষ দিকে অফসাইডের কারণে বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইনের একটি গোল বাতিল হয়। বায়ার্নের জার্সি গায়ে এটাই ছিল ফরোয়ার্ড টমাস মুলারের শেষ ম্যাচ। হারের তেতো স্বাদ নিয়েই বুট তুলে রাখতে হল তাঁকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ