এই মুহূর্তে




এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যান সিটিকে তুলোধোনা করল রিয়াল

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ধোপেও টিকল না ম্যান সিটি। শেষ পর্যন্ত রিয়ালের কাছে ম্যান সিটি হেরেছে ৩-১ গোলে।তাতে ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিল সিটিজেনরা। এদিকে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।আর তাতেই নাস্তানাবুদ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যান সিটিকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ফরাসি তারকা এমবাপ্পে।রিয়ালের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি।এমনকি, বিরতির আগে প্রতিপক্ষের গোলমুখে একটিও শট নিতে পারেনি তারা। গত বছরের সেই ভয়ঙ্কর ম্যানসিটির বদলে এবার যেন তাদের ছায়া দলকেই দেখা গেল।ইনজুরির কারণে দলের প্রধান স্ট্রাইকার আরলিং হালান্ড খেলতে না পারায় আক্রমণে ধার কমে যায় সিটির। এরপর থেকেই ক্রমশ মুষড়ে পড়ে ম্যান সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার(১৯ ফেব্রুয়ারি)ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সিটিজেনরা।তাতে নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায়। ম্যাচের চতুর্থ মিনিটে রাউল আসেন্সিওর থ্রু বল পেয়ে সিটির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এমবাপ্পে।তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সিটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস। ২৯তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে সিটি গোলরক্ষক এডারসন তা ঠেকিয়ে দেন।

তবে ৩৩তম মিনিটে এমবাপ্পের শট আর ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক। রদ্রিগোর পাস পেয়ে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন এমবাপ্পে।দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতিতে থেকে ফিরে অবশ্য পাল্টা আক্রমণ করে সিটিও। তবে সিটির আক্রমণ রিয়ালের কিছুই করতে পারে নি। ভালভের্দের পাস পেয়ে দারুণ এক গোল করেন ফরাসি এই তারকা।চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন এমবাপ্পে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ