24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:37 am
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরুটা বেশ ভালোভাবেই করেছে দিল্লি ক্যাপিটালস। রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে ললিত এবং অক্ষরের ব্যাটের উপর ভর করে মুম্বইকে হারিয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। তবে এখনও অনেকটা পথ চলা বাকি। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা খেল রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। চোট পেয়ে পাকিস্তান সফরের ওয়ান ডে সিরিজ এবং টি-২০ ম্যাট থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। চোটের কারণে তাঁকে দেশে ফিরতে হচ্ছে। আর এই কারণেই বেশ চিন্তায় পড়ে গিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
কারণ, এবারের মেগা নিলামে ৬ কোটি টাকার বিনিময়ে মিচেল মার্শকে দলে নেয় ক্যাপিটালস থিঙ্ক ট্যাঙ্ক। তারা আশায় ছিল যে, পাক সফর শেষ করে দিল্লির স্কোয়াডে এসে যোগ দেবেন এই তারকা অজি অলরাউন্ডার। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মার্শ। যেই কারণেই তাঁর ওপর বাজি ধরেছিলেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডান হাতি অলরাউন্ডারের চোট সবকিছু শেষ করে দিল বললেই চলে। আদৌ তিনি ফিট হয়ে এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে চরম ধোঁয়াশা।
অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান যে, মার্শের চোটের বিষয়ে তারা এখনও বিশদে কিছু জানতে পারেননি। আপাতত তাঁকে দেশে ফেরানো হচ্ছে। আর পরিবর্ত হিসেবে ক্যামেরুন গ্রিনকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে নেওয়া হয়েছে।