27ºc, Haze
Friday, 24th March, 2023 9:31 pm
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান কারণে হোক বা অকারণে সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। এবার যে কারণে তারা সংবাদের শিরোনামে, তা পড়ে শুধুমাত্র ক্রিকেটভক্তরা বিস্মিত হবেন না। বস্তুত গোটা ক্রীড়াজগতের মাথায় বাজ পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ক্রিকেটারদের অফলাইনে প্রশিক্ষণের পাশাপাশি অনলাইনেও চলবে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে মিকি আর্থারকে। পাক ক্রিকেট বোর্ড সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, মিকি আর্থারের সঙ্গে পাকিস্তান তাদের দীর্ঘদিন ধরেই কথা চলছিল। বোর্ড চেয়েছিল পুরো সময়ের জন্য তাকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করতে। সেটা সম্ভব হচ্ছে না। কারণ, মিকি আর্থার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত। তাদেরকেই পুরো সময় দিতে হবে।
পাক ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে লিখেছে, করোনাকালে স্কুল-কলেজে পড়াশোনা হয়েছে পুরোপুরি অনলাইনে। অফিসের কাজ হয়েছে বাড়ি থেকে। সবকিছুই অনলাইনে। তাহলে ক্রিকেটাদের প্রশিক্ষণ কেন অনলাইনে করা যাবে না।
সরকারিভাবে ঘোষণা হতেই নেটপাড়ায় তারা ট্রোল্ড। নেটপাড়ার বাসিন্দারা মনের সুখে পাক ক্রিকেট বোর্ডকে নিয়ে মজা করেছে। নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন অত টাকা খরচ করে একজনকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কী দরকার। তার থেকে মোবাইলে প্রশিক্ষণের ভিডিয়ো ডাউনলোড করলেই তো ল্যাঠা চুকে যায়। একজন লিখেছে, এবার যদি ক্রিকেট ম্যাচটাকে অনলাইনে করা যায়, তাহলে মন্দ হয় না। ল্যাপটপে খেলা দেখা যাবে।
আরও পডুন খেলা মাঠে, লেগ আম্পায়ার পিছন ঘুরে দাঁড়িয়ে চোখ স্টেডিয়ামে