আন্তর্জাতিক ডেস্ক: যতদিন পেলে বাড়ি না ফিরছেন, ততদিন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ফুটবল বিশ্ব। জানা গিয়েছে, এখনও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তবে তাঁর শারীরিক অবস্থার যে উন্নতি হচ্ছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ফ্যানরা প্রায় রোজই তাঁর খোঁজ রাখছেন। পেলের কন্যা কেলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবার শারীরিক অবস্থা বিষয়ে অনুরাগীদের জানাচ্ছেন।
এদিন তাঁরই পোস্ট করা একটি ছবিতে দেখা গেল ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে তাস খেলছেন। হাসপাতালে বসে বেশ আনন্দের সঙ্গেই হাসি মুখে তাস খেলছেন বিশ্ব ফুটবলের এই লেজেন্ড।
ইন্সটাগ্রামে হাসপাতালের সেই ছবি পোস্ট করে পেলে কন্যা লিখেছেন, ‘বাবা আমাকে তাস খেলা শেখাচ্ছেন, ওনার কাছে একের পর এক ম্যাচ হেরেছি। আমরা ছবিও তুলেছি।’
জানা গিয়েছে, এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পেলে। দিন কয়েক আগে নিজেই সেই কথা সকলকে জানিয়েছিলেন। দু’দিন আগে হাসপাতালে বসে গান গাইতেও দেখা গিয়েছিল ‘ফুটবল সম্রাট’-কে। গত মাসের ৩১ তারিখ কোলনে টিউমারের জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। এরপর বেশ কিছু দিন আইসিইউ-তে ছিলেন পেলে।