এই মুহূর্তে




বিক্রি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? শোরগোল ক্রিকেট মহলে




নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৫-এর শিরোপা জয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই বড় খবর।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র বর্তমান মালিকরা দলটি বিক্রি করার কথা ভাবছেন। সূত্রের খবর RCBর মালিক ডিয়াজিও পিএলসি এখন বাজারে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। দলটি পুরোপুরি বা আংশিকভাবে বিক্রি হতে পারে। আর ওই খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরসিবির সমর্থক ও ভক্তদের মধ্যে উত্তেজনা আর উৎকণ্ঠা দুই-ই তৈরি হয়েছে।
RCBর বিক্রির পরিকল্পনা

১৭ বছরের অপেক্ষার পর চলতি বছরে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয় দলের জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুকে আরও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, এই সাফল্যের পর ডিয়াজিও পিএলসি তাদের এই সম্পদের মূল্য সর্বোচ্চ করতে চায়। ব্লুমবার্গ জানিয়েছে, দলটির পুরো মালিকানা বিক্রির জন্য মালিকরা প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৮৩৪ কোটি টাকা) দাবি করতে পারে।

ডিয়াজিও পিএলসি ভারতে তাদের সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এর মাধ্যমে RCB পরিচালনা করে। সূত্রের খবর, তারা ইতিমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং এই বিক্রির প্রক্রিয়া পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগের কথা ভাবছে। তবে, এখনও পর্যন্ত বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।এই খবর প্রকাশ্যে আসার পর ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এর শেয়ারের দাম অনেকটা বেড়েছে। মঙ্গলবার সকালে শেয়ারের দাম ৩.৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

কীভাবে RCBর মালিক হল ডিয়াজিও?

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম কিনেছিলেন বিজয় মালিয়া। তিনি তখন কিংফিশার এয়ারলাইন্সের মালিক। কিন্তু মালিয়ার আর্থিক সংকট এবং ঋণের জালে জড়িয়ে পড়ার কারণে তার ব্যবসায় ধস নামে। এই সুযোগে ডিয়াজিও পিএলসি তাদের ভারতীয় সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটস এর মাধ্যমে RCBর মালিকানা কিনে নেয়। এরপর থেকে RCB তাদের ব্র্যান্ডিং এবং জনপ্রিয়তা বাড়িয়েছে, তবে শিরোপা জয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

RCBর মালিকানা বদল হলে দলের ভবিষ্যৎ কী হবে? নতুন মালিকরা কি দলের বর্তমান খেলোয়াড় এবং কোচিং স্টাফের ওপর ভরসা রাখবেন, নাকি নতুন কৌশল আনবেন? এই প্রশ্নগুলো এখন ভক্তদের মনে ঘুরছে। তবে একটা জিনিস নিশ্চিত, RCBর ভক্তরা সবসময় দলের পাশে থাকবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ