-273ºc,
Friday, 2nd June, 2023 3:52 am
নিজস্ব প্রতিনিধি, সিলেট: ৩৪তম জন্মদিনটি স্মরণীয় হয়ে রইল বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে। সোমবার ৩৪তম জন্মদিনে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন। সেই সঙ্গে শচিন তেণ্ডুলকর, রিকি পন্টিং, কুমার সঙ্গাক্কারাদের সঙ্গে একই আসনে বসলেন।
এদিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে টাইগার অধিনায়ক তামিম ছিলেন ১৪ হাজার ৯৮৬ রানের মালিক। ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল। ৩৪ তম জন্মদিনেই ওই কীর্তি গড়ার জন্য ছটফটও করছিলেন একদিনের ফরম্যাটে টাইগারদের অধিনায়ক। শেষ পর্যন্ত নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন তামিম। ১৪ রান করেই ঢুকে পড়েন ১৫ হাজারি ক্লাবে।
২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল তামিমের। এদিন টেস্ট, ওয়ান ডে মিলিয়ে ৩৮৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। ১৫ হাজার রানের মধ্যে দেশের হয়ে করেছেন ১৪ হাজার ৯৫২ রান। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে তার সংগ্রহ ৫৭ রান। বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে ১৫ হাজার রান করা ৪০তম ব্যাটসম্যান হলেন তামিম। যদিও ১৫ হাজারের মাইল ফলক স্পর্শ করার পরে বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। ২৩ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তামিমের ধারে কাছে নেই বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান। ১৩ হাজারের ঘরে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিকের মোট রান ১৩, ৭৬৬ এবং সাকিবের রান ১৩, ৭১৭।