এই মুহূর্তে




সরে দাঁড়ালেন বুমরাহ, টেস্ট দলের অধিনায়কের দৌড়ে কারা জানেন?




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। পেস বোলার যশপ্রীত বুমরাহ অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে পাঁচটি ম্যাচের সবকটিতে খেলতে পারবেন না বলে জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি চাপ নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। ফলে নতুন অধিনায়ক হিসেবে এখন শুভমন গিল এবং ঋষভ পন্থের নাম সামনে এসেছে।

বুমরাহ সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তবে সিডনিতে শেষ টেস্টের সময় তিনি পিঠের চোটে ভুগছিলেন। এই চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারেননি। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। ৭ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন।

এদিকে, রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এছাড়া বিরাট কোহলিও ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তারা নতুন অধিনায়ক নির্বাচনের জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসবে। শুভমন গিল এবং ঋষভ পন্থের মধ্যে এক জন হবেন অধিনায়ক। অন্যজন সম্ভবত দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাবেন।

শুভমন গিল বর্তমানে আইপিএলে গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে, ঋষভ পন্থের আইপিএলের ফর্ম যথেষ্ট চিন্তাজনক। গিলের সাম্প্রতিক ফর্ম অস্ট্রেলিয়া সিরিজে তেমন ভাল ছিল না, যেখানে তিনি ৫ ইনিংসে মাত্র ৯৩ রান করেছেন।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে ২০ জুন, ২০২৫ থেকে। সিরিজের সময়সূচি নিম্নরূপ:

  • প্রথম টেস্ট: ২০-২৪ জুন, হেডিংলি
  • দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই, বার্মিংহাম
  • তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই, লর্ডস
  • চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ম্যানচেস্টার
  • পঞ্চম টেস্ট: ৩১ জুলাই-৪ আগস্ট, দ্য ওভাল

এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে ২৪ মের মধ্যে। ক্রিকেটপ্রেমীরা এখন দেখার অপেক্ষায় আছেন, রোহিত শর্মার জুতোয় কে পা গলাবেন? তবে যেই আসুন না কেন অনেক বড় দায়িত্ব চাপবে তার কাঁধে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা হাতছাড়া হতে চলেছে, নয়া সঙ্কটে কাব্যা মারান

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ