এই মুহূর্তে




ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের




নিজস্ব প্রতিনিধি :  ক্লাব বিশ্বকাপে একের পর এক জাদু। ফের আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। ব্রাজিলিয়ান জাদুতে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান ব্যাকফুটে। শার্লটে সোমবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ইন্টারকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিলের আরেকটি দল ফ্লুমিনেন্স। ইন্টার মিলানকে হারিয়ে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিজেদের জায়গা পাকা করেছে তাঁরা। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে নেমেছিল ফ্লুমিনেন্স ও ইন্টার মিলান। ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। খেলার শুরুতে গোল খেলেও পিছু হঠেনি ইন্টার মিলান। খেলার মাঠে আক্রমণ থেকে শুরু কর বল দখল এবং সুযোগ তৈরি করতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ফ্লুমিনেন্সের প্রতিরোধ ভাঙা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লড়াই করলেও ফিরতি বিমান ধরতে হয়েছে।  বিরতির আগে ও পরেও একই ছবি দেখা গিয়েছে।  ইন্টারকে বারবার হতাশ করেছে ফ্লুমিনেন্স। অতিরিক্ত সময়ে ফ্লুমিনেন্স তাঁদের দ্বিতীয় গোলটি করে। হারকিউলিস ৯৩ মিনিটে গোল করে নিশ্চিত করে দেয় ইন্টার মিলানের বিদায়।

লাউতারো মার্টিনেজ, ডামফ্রিস, সমারদের নিয়ে গড়া শক্তিশালী ইন্টারের বিপক্ষে শুরুতেই লড়াই চালিয়ে গিয়েছে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স।  ডিফ্লেকটেড ক্রস থেকে হেডে বল জালে জড়ান জার্মান কানো। ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পায়ের ফাঁক দিয়ে গোলটিই ম্যাচ তুলে দিয়েছিল ব্রাজিলিয়ানদের হাতে।ব্রাজিলিয়ান দলটি এই ম্যাচ জেতার পরে টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ