এই মুহূর্তে




বদলে যাচ্ছে ১৪৮ বছরের পুরনো নিয়ম, দুর্ঘটনায় ফুটবলার জোতার মৃত্যুর পরেই সম্বিত ফিরল উইম্বলডন কর্তৃপক্ষের




নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেনিসে উইম্বলডন এক সম্মানের নাম। উইম্বলডন মানেই চোখে ভাসে ধবধবে সাদা পোশাক। এই গ্র্যান্ড স্ল্যামে যে যত বড়ই প্রতিযোগীই হন না কেন, সবার জন্য এক নিয়ম। এবার নাকি হঠাৎ বদলাতে চলেছে নিয়ম। ১৪৮ বছর আগে যে পোশাক বয়ে এনেছিল ঐতিহ্য, যা বদলে গিয়েছিল নিয়মে তাতে হঠাৎ কী বদল আসছে? বদলের কারণই বা কি?

উইম্বলডনের নিয়ম পরিবর্তনের নেপথ্য নায়ক এক হতভাগ্য ফুটবলার। বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। হ্যাঁ, পর্তুগাল তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতার কথাই বলা হচ্ছে। মাত্র ২৮ বছরের তরতাজা তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়াজগতে। শোকস্তব্ধ হয়ে গিয়েছে ফুটবল দুনিয়া। টেনিস মহলও তো ব্যতিক্রম নয়। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, যদি কোনও খেলোয়ার চান তাহলে তিনি দিয়াগো জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরতে পারেন। তাতে পোশাকবিধি লঙ্ঘন হবে না।

মর্মান্তিক মৃত্যু হয়েছে দিয়াগো জোতার। সপ্তাহ দুয়েক আগে দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় করেছিলেন উপচে পরা খুশির পোস্ট। আচমকা সব শেষ। দিয়াগো ও রুতের তিন সন্তান বর্তমান। ২৮ বছরের ফুটবলার দেশের জার্সিতে পর্তুগালের হয়ে খেলতেন।

স্পেনের সময় বুধবার রাত ১২.৪০ নাগাদ জামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। আচমকা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জোতাদের গাড়িটি। এত জোড়ে যাচ্ছিল গাড়িটি যে উল্টোনোর সঙ্গে সঙ্গে চাকা ফেটে গাড়িতে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ছিল সময়ের অপেক্ষা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। সেখানে ২৬টি ম্যাচ খেলেছিলেন। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্‌স লিগ জিতেছিলেন জোতা। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “কোনও মানে খুঁজে পাচ্ছি না। এই তো তুমি আমার সঙ্গে জাতীয় দলের হয়ে খেলছিলে, এই তোমার বিয়ে হল। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের জন্য আমি শোকার্ত। ওদের ঈশ্বর শক্তিপ্রদান করুন। আমি জানি তুমি সবসময় ওদের পাশে থাকবে। দিয়োগো ও আন্দ্রে, শান্তিতে বিশ্রাম নাও। আমরা সকলে তোমায় মিস করব।” নিজের সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ‘QEPD’ লেখেন। স্প্যানিশ থেকে এর অনুবাদ করলে দাঁড়ায়, ‘শান্তিতে বিশ্রাম নাও।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ