নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের হাইভোল্টেজ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে আজ আরও একবার ইতিহাস ছুঁল ভারত। আর ভারতকে ইতিহাস ছোঁয়াল বিরাট কোহলি। শচীনের শহরে এসেই ক্রিকেট কিংবদন্তির রেকর্ড ভাঙল বিরাট কোহলি। বিশ্বকাপে পরপর দুবার সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। গত সপ্তাহে ইডেনে নেদারল্যান্ডসকে হারিয়েছিল ভারত। সেখানেই বিরাট কোহলি সেঞ্চুরি করে সচীনের সমানে সমানে পৌঁছে গিয়েছিলেন। আর আজ বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মারা। সেখানেও শুভমন গিলের সঙ্গে হাত মিলিয়ে ফের সেরা পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। আর স্বামীর এই জয়ে উল্লাসে ভাসছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ICC বিশ্বকাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনাল দেখতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা, জন আব্রাহাম, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বেকহ্যাম, রণবীর কাপুর।
শোনা গিয়েছে, বেকহ্যাম খেলার শেষে সোনম কাপুর এবং আনন্দ আহুজার বাড়িতে নৈশভোজ করবেন। এদিন নিউজিল্যান্ডকে ৩৯৩ রান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত। টুর্নামেন্টে তৃতীয় শতরান করায় বিরাট কোহলির জন্য উল্লাস প্রকাশ করেছেন অনুষ্টা৷ এটি তার ৫০ তম ওডিআই সেঞ্চুরি সম্পন্ন করলেন বিরাট। এটি তাঁর বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি। এদিন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা আবারও প্রমাণ করলেন যে তিনিই তার সবচেয়ে বড় চিয়ারলিডার। অভিনেত্রীকে এদিন উড়ন্ত চুম্বন ছুঁড়তে দেখা যায়, কোহলি কেও সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে সবচেয়ে জোরে উল্লাস করেছিলেন। শুধু তাই নয়, এদিন বিরাট এই মাইলফলক অর্জন করায় ডেভিড বেকহ্যামও ক্রিকেটারের জন্য হাততালি দিয়েছেন।বিশ্বকাপের সেমিফাইনালে কোহলির ১০০ রান করায় ডেভিড বেকহ্যাম সাধুবাদ জানিয়েছেন।
অধিনায়কও সচীন তেন্ডুলকারকে প্রণাম করেছেন কারণ তিনি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। এর আগে, ২২ অক্টোবর নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত পঞ্চম জয় নথিভুক্ত করেছিল টিম ইন্ডিয়া। তারপরও আবার, বিরাট তার সম্ভাব্যতা দেখিয়েছিলেন কারণ তিনি তার টানা দ্বিতীয় ওয়ানডে শতরানের দৃষ্টিতে ছিলেন। তবে পাঁচ রান কম পড়েন তিনি।এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে, বিরাট এবং অনুষ্কা এই মূহুর্তে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরে খবরে রয়েছেন। তারা একটি শিশু কন্যা ভামিকার বাবা-মা। তবে তাদের দ্বিতীয় গর্ভধারণের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।