এই মুহূর্তে




বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে চাকরির প্রস্তাব দিল মমতার  সরকার

নিজস্ব প্রতিনিধি: বার বার বাংলার প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফল ক্রীড়াবিদদের আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারি চাকরি দিয়ে পাশে দাঁড়িয়েছেন। এবারেও তার ব্যতিক্রম হল না। মহিলাদের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা রিচা ঘোষকেও চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। স্বয়ং  বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষই ওই কথা জানিয়েছেন। যদিও কোন দফতরে এবং কোন পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তা খোলসা করেননি তিনি। মেয়ে শহরে ফিরলেই এ বিষয়ে তার সঙ্গে কথা বলে পরে চাকরির পুঙখানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন তিনি।

 দীর্ঘ ৪২ বছরের খরা কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত রবিবার (২ নভেম্বর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দুরমুশ করেছিলেন হরমনপ্রীত কাউররা।   সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে বাংলার মেয়ে রিচা ঘোষের  ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। দেশকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখলেও তা নিয়ে গর্ব করতে চান না রিচা। তাঁর কথায়, ‘আমরাও যে পারি তা প্রমাণ করে দিয়েছি’। বিশ্বকাপ জয়ের পরেও পূর্ব নির্ধারিত কর্মসূচির চাপে নিজের শহরে ফিরতে পারেননি ভারতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। যদিও আগামিকাল শুক্রবার (৭ নভেম্বর) শিলিগুড়িতে পা রাখার কথা রয়েছে বাংলার মেয়ের।

বিশ্বকাপে বিশেষ অবদান রাখার জন্য আগামী শনিবার (৮ নভেম্বর) রিচাকে সংবর্ধিত করবে সিএবি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের। শিলিগুড়িতেও রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রিচাকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার মেয়ে শহরে ফেরার পরে এ বিষয়ে ওর সঙ্গে আলোচনা হবে। যদি রাজি হয়, তখন জানানো হবে কী চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ফের অসি বধ সূর্যদের, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ, রায়না-ধাওয়ানের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

৩৩ রানে পড়ল ৫ উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৭ রান তুললেন সূর্যরা

ফিফা আনছে ‘শান্তি পুরস্কার’, ইচ্ছা পূরণ হতে চলেছে ট্রাম্পের?

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ