28ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:40 pm
নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে চার বাংলাদেশিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সেই সঙ্গে মদত দেওয়ার অভিযোগে এক ভারতীয়কেও আটক করেছে পুলিশ। কোচবিহার (Coochbehar) জেলার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘার খোলা সীমান্ত থেকে চার বাংলাদেশি এদেশে প্রবেশ করে বলে দাবি বিএসএফের (BSF)। শনিবার একটি গাড়ি থেকে তাঁদেরকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। আটকের পর রবিবার অভিযুক্তদের কুচলিবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।
রবিবার বিএসএফের তরফে যে চার বাংলাদেশিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের নাম যথাক্রমে, মহম্মদ রায়াস(২২), জিয়াউর রহমান(২৫), রুবিনা (১৯), নুর ইসলাম(১৮)। চারজনেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পুলিওশ সূত্রে জানা গিয়েছে। চার বাংলাদেশিকে গ্রেফতারের পাশাপাশি এক ভারতীয়কেও আটক করেছে পুলিশ। অভিযুক্ত ভারতীয়র নাম মলিন রায়। জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা তিনি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চার বাংলাদেশি। তাঁদেরকে এই অবৈধ পারাপারে সহযোগিতা করেছিল এক ভারতীয়। এপারে এসে বাংলাদেশের ওই চার নাগরিকের উদ্দেশ্য ছিল হায়দরাবাদ যাওয়ার। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টর হেডকোয়ার্টারের অধীনস্থ ৬ নম্বর ব্যাটলিয়নের তিনবিঘা সীমা চৌকির বিএসএফের জওয়ানরা একটি গাড়ি আটক করে। শনিবার সেই গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় সহযোগী রয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা বলেন, ‘কুচলিবাড়ি খোলা সীমান্তে প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের জওয়ানরা কড়া নিরাপত্তা দিচ্ছে। যার ফলে মাঝেমধ্যেই বাংলাদেশি সহ বিভিন্ন পাচার সামগ্রীও আটক করা সক্ষম হচ্ছে।’