-273ºc,
Friday, 2nd June, 2023 8:51 pm
নিজস্ব প্রতিনিধি: এলাকায় পরিচিতি তাঁর সিপিএম(CPIM) নেতা হিসাবেই। কিন্তু তার পিছনে আরও একতা পরিচয় ছিল তাঁর যা নিয়ে ওয়াকিবহাল ছিলেন এলাকাবাসীরাও। সোমবার মাঝরাতে বিস্ফোরণের(Blast) শব্দ পেয়ে গ্রামবাসীরা পাটক্ষেতে গিয়ে দেখেন সেই নেতাই পড়ে আছেন ক্ষতবিক্ষত হয়ে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন আরও কয়েকজন। তাদের মধ্যে আবার একজনের হাত উড়ে গিয়েছে। পাটক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেশি বোমা। আর এসব দেখেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে বোমা বাঁধতে গিয়েই ঘটে গিয়েছে বিস্ফোরণ। আর তাতেই গুরুতর ভাবে জখম হয়েছেন সিপিএম নেতা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার ডোমকল(Domkal) পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনায় মারা গিয়েছেন ওই সিপিএম নেতা। নাম তাঁর সিরাজুল শেখ(২৭)।
জানা গিয়েছে, সিরাজুল এলাকায় সিপিএমের যুব নেতা হিসাবেই পরিচিত। কিন্তু তার দেশি বোমা তৈরির ব্যবসাও ছিল। সিরাজুলের বাবা আশরফ মণ্ডল মঙ্গলবার নিজেই জানিয়েছেন, ‘এলাকারই এক জমি দখলের কথা ছিল। সেই জন্যই জমি দখলকারীরা সিরাজুলকে বোমা তৈরি করে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার টোপ দিয়েছিল। নিষেধ করেছিলাম। ও শুনল না।’ সোমবার গভীর রাতে পাট ক্ষেতে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্য হয়েছে সিরাজুলের সে কথা এদিন স্বীকার করে নিয়েছেন ডোমকল থানার পুলিশ আধিকারিকেরা। সিরাজুলের সঙ্গী নাজমুল শেখের হাত উড়ে গিয়েছে। সে এখন ভর্তি রয়েছে বহরমপুর শহরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও স্থানীয় বাম নেতৃত্বের দাবি, সিরাজুল আগে সিপিএম করলেও কয়েক মাস আগেই দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছিল। কিন্তু বাম নেতাদের এই দাবি খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্ব।
ঘটনার জেরে সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রানা জানিয়েছেন, ‘এই দুজনই আগে সিপিএম করতেন। বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন। সামনে কোনও নির্বাচন নেই, এলাকায় কোনও অশান্তি নেই। তাহলে কেন বোমা বাঁধা হচ্ছিল, তা খতিয়ে দেখার আর্জি জানাচ্ছি পুলিশকে।’ যদিও দু’জনের তৃণমূল কর্মী পরিচয় অস্বীকার করেছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর সেলিম রেজা। তাঁর দাবি, ‘শুনেছি, বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন একজন। তবে তাঁরা তৃণমূলের কর্মী ছিলেন না। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’