এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Mobile Tower প্রতারণায় ১৫ লক্ষ টাকা খোয়ালেন সেনা জওয়ানের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাড়ির ছাদে বসানো হবে মোবাইলের Tower। তা থেকে প্রতি মাসে ভাড়া বাবদ মিলবে মোটা অঙ্কের টাকা। মিলবে মোটা অঙ্কের চাকরিও। আর এই আশ্বাসে ঝাঁপ দিয়ে বাংলার এক গৃহবধূ যিনি কিনা এক সেনা জওয়ানের স্ত্রী খোয়ালেন প্রায় ১৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনায় ঘটেছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার চণ্ডীপুর থানার(Chandipur PS) গোপালপুর গ্রামে। ঘটনার পরে জেলারই তমলুক সাইবার ক্রাইম থানায়(Tamluk Cyber Crime PS) অভিযোগ জানিয়ে ১লক্ষ ৫৫হাজার টাকা ফেরত পেলেও বাকি টাকা এখনও উদ্ধার হয়নি। পুলিশের দাবি, তিনি Mobile Tower প্রতারণায় Cyber Crime-এর শিকার হয়েছেন।  

আরও পড়ুন পঞ্চায়েত ভোটের মুখে চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ওই গৃহবধূ তথা সেনা জওয়ানের স্ত্রী স্নাতক উত্তীর্ণা। চাকরির চেষ্টা করেও সফল হতে পারেননি। এই অবস্থায় টেলিকম সংস্থার 4G টাওয়ার বসিয়ে সাইবার অপরাধীদের আকর্ষণীয় মাইনের চাকরির টোপ গিলে নিয়েছিলেন ওই বধূ। তাতেই প্রতারণার শিকার হন তিনি। গত বছর এপ্রিল মাস নাগাদ ওই গৃহবধূ সাইবার অপরাধীদের থেকে ফোন পান। ফোনে টাওয়ার বসানোর পরিকল্পনার কথা জানানো হয়। বিনিময়ে মাসিক ৫০ হাজার টাকা মাইনের চাকরি ও ভাড়া বাবদ আরও ৫০ হাজার টাকা দেওয়ার টোপ দেওয়া হয়। সেই টোপ গিলে নেন ওই সেনা জওয়ানের স্ত্রী। এরপর প্রসেসিং ফি-র নাম করে প্রথমে ১০ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা পাওয়ার পর সাইবার অপরাধীরা কখনও রেজিস্ট্রেশন ফি আবার কখনও স্যাটেলাইট ভেরিফিকেশন সহ নানা অজুহাতে ধাপে ধাপে টাকা আদায় করে। নিজের গয়না ব্যাঙ্কে বন্ধক রেখে ও আত্মীয়স্বজনদের কাছ থেকে সুদের বিনিময়ে ধার করে ওই বধূ টাকা দেন। এপ্রিল ও মে মাস ধরে দফায় দফায় টাকা পাঠিয়েছেন। তারপরও টাকা চেয়ে ফোন আসতে থাকায় ওই বধূ প্রতারণার শিকার হয়েছেন বলে বুঝতে পারেন। এরপর স্বামীর পরামর্শে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন।

আরও পড়ুন পুরুলিয়ায় ২০০ কোটির গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

তমলুক সাইবার ক্রাইম থানার তরফে জানা গিয়েছে, গতবছর ২ জুন ওই সেনা জওয়ানের স্ত্রী FIR করেছিলেন। মোট ১৭ লক্ষ ৮২ হাজার টাকা খোয়া গিয়েছিল তাঁর। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ও ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। তাতে ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিল। সেই টাকা অভিযোগকারীকে ফেরানো হয়েছে। কিন্তু বাকি টাকা এখনও পাওয়া যায়নি। যদিও পুলিশ চেষ্টা করছে সেই টাকাও উদ্ধার করে দিতে। কিন্তু ওই টাকা ৩টি অ্যাকাউন্ট থেকেই তুলে নেওয়ায় সেই টাকা আর আদৌ ফেরত পাওয়া যাবে কিনা সন্দেহ। ওই গৃহবধূ এদিন জানিয়েছেন, তিনি একজন শিক্ষিত বেকার। চাকরির চেষ্টা করেও সফল হননি। তাই চাকরির প্রতিশ্রুতি পেয়ে টাওয়ার বসানোর শর্তে রাজি হয়েছিলেন। তাতে এভাবে প্রতারিত হতে হবে সেটা তিনি ভাবতে পারিনি। প্রায় ১৮ লক্ষ টাকা খোয়া গিয়েছে তাঁর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর