-273ºc,
Friday, 2nd June, 2023 8:54 pm
নিজস্ব প্রতিনিধি: এক শিক্ষকের মারে জখম হয়ে দীর্ঘক্ষণ স্কুলে পড়ে রইল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে। জখম অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় উত্তেজিত অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুলে। অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বস্তিক মাঝি নামের ওই ছাত্র বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। সে ইক্ষুধারা গ্রামের বাসিন্দা। অন্যান্যদিনের মতোই বুধবারও স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, স্কুলে থাকাকালীন সে বিশৃঙ্খলা তৈরির কারণে ওই স্কুলের শিক্ষক পার্থ মাহাতোর নজরে পড়ে। এরপর বিশৃঙ্খলার কারণে ওই শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ শিক্ষকের হাতে বেদম মার খাওয়ার ফলে ওই পড়ুয়া জ্ঞান হারায় বলে তার বন্ধুদের দাবি। প্রায় দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিল ওই পড়ুয়া। এরপর ঘটনার কথা প্রকাশ্যে আসতে স্কুল চত্বরে ভিড় করেন অভিভাবকরা। তাঁদের চেষ্টায় ওই পড়ুয়াকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন উত্তেজিত অভিভাবকরা।
অন্যদিকে এই ঘটনার পৌঁছয় শান্তিনিকেতন থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। হাসপাতালে গেলে সেখানে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান অভিভাবকরা। ওই জখম ছাত্রের বাবা সুমন্ত মাঝি বলেন, ‘ছেলেকে বেধড়ক মেরেছেন মাস্টারমশাই। দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পরেছিল৷ তাও হাসপাতালে নিয়ে যায়নি৷ ভুল করলে মাস্টারমশাই মারতে পারে, তাই বলে এভাবে মারবে। জানি না ছেলেকে এরপর কীভাবে স্কুলে পাঠাবো।’