এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘রামমন্দির হয়েছে, কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদ নেই’, বার্তা অভিষেকের

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: ছিল জনগর্জনের সভা। সেই জনগর্জনের মধ্যেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলার শাসক দলের সেনাপতি। প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলার আমজনতাকে। কিন্তু সেই প্রশ্নের জেরে অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির। কেননা এই প্রশ্ন তো আর কেউ ছুঁড়ে দেয়নি এই ভাবে। ‘রামমন্দির হয়েছে, কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদ নেই।’ নজরে বাংলার শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ময়নাগুড়িতে(Moynaguri) ছিল তাঁর সভা। সেখান থেকেই তিনি ১০০ দিনের কাজের প্রকল্প থেকে আবাস যোজনার টাকা আটকে দেওয়ার প্রশ্নে বিজেপিকে(BJP) ছত্রে ছত্রে আক্রমণ করেন। প্রশ্ন তুলে ধরেন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সাংসদদের ভূমিকা নিয়েও। ছাড় দেননি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

এদিন সভা থেকে অভিষেক বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি। বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি নেতৃত্ব। বাংলাকে লাঞ্চিত, শোষিত করে রেখেছে। বাংলার মানুষকে বিজেপি দুর্বল ভাবে। বাংলা বিরোধীদের আপনারা বুঝিয়ে দিচ্ছেন গর্জন কী। নিজের অধিকার ভেবে কি ভোট দিয়েছেন? রামমন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছেন। নিজের অধিকার বুঝে নয়। রামমন্দির হয়েছে। কিন্তু আপনাদের মাথায় ওপরে ছাদ নেই। কিছু দিন আগে প্রধানমন্ত্রী এসেছেন উত্তরবঙ্গে। কী পেয়েছেন মোদির গ্যারেন্টি। আমি বলছি মোদির গ্যারেন্টির নেই কোনও ওয়ারেন্টি। তৃণমূলের গ্যারেন্টির আছে লাইফটাইম ওয়ারেন্টি। কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে। কথা দিয়ে কথা রাখি। বলেছিলাম, ধূপগুড়ি মহকুমা হবে, হয়েছে? হয়েছে তো! আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতালে রূপান্তরিত হবে, এটাও আমি বলে দিয়ে যাচ্ছি। বাংলাকে কত টাকা দিয়েছে বিজেপি, শ্বেতপত্র প্রকাশ করুক। ২০২২ সালে মালবাজারে এসেছিলাম। একটি সম্মেলনে বলেছিলাম, দৈনিক মজুরি যাতে বৃদ্ধি পায়, আন্দোলন করব। বৃদ্ধি পেয়েছে চা শ্রমিকদের মজুরি। দৈনিক মজুরি ২০১১ সালে ছিল ৬৭ টাকা। তা থেকে বেড়ে ২৫০ টাকা হয়েছে। চাষের জল একাধির ব্লকে পৌঁছে দিয়েছি। রাস্তা হয়েছে তিন জেলায়। ১০০ দিনের কাজের টাকা গত তিন বছরে যারা পাননি, বিজেপি আটকে রেখেছিল। তাঁদেরও ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ টাকা থেকে বেড়ে ১,২০০ টাকা হয়েছে।’

এর পাশাপাশি অভিষেক বলেন, ‘আমরা বলিনি, জল্পেশ মন্দিরে ১০ কোটি টাকা দিয়েছি, ভোট দাও। কিন্তু ওরা আপনাদের কাছ থেকে রামমন্দিরের নামে ভোট চেয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদটা আর করে দেয়নি। ধর্ম বাড়িতে করুন আর কর্ম দেখে ভোট দিন। দুনিয়ার সব চোর, চিটিংবাজরা এখন বিজেপিতে। ৩ জেলায় ৩জন বিজেপি সাংসদ, ৫ বছরে কী করেছে আপনাদের জন্য। তাঁদের একটু বলুন না আপনাদের ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা এনে দিতে। গত লোকসভা নির্বাচনে তিনটি আসনে জিতেছে বিজেপি। গত পাঁচ বছরে এখানে তিন সাংসদ একটা বুথেও কি কোনও আলোচনা করেছেন? একটিও বৈঠক করেছেন? ‘কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি। সেখানকার ৪ লক্ষ ৯৭ হাজার শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন? শ্রমিকদের টাকা আটকে। এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনও চিঠি দিয়েছেন কেন্দ্রকে? এই টাকা খেটে খাওয়া মানুষের টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে তাঁকে টাকা না দিতে? ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারান্টি। মোদিজির গ্যারান্টি। আপনাকে টুপি পরিয়ে পরে ঝোলা নিয়ে এলে কী করবেন? জবাব দেবেন না? ২০১৯ সালে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। তার পর টাকা পাননি। জবাব দেবেন না? এক জন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। রেশন দিচ্ছেন। সব দিচ্ছেন। অন্য জন নিচ্ছেন। বাংলা বলতে পারেন না। বুঝতে পারেন না। কার গ্যারান্টি নেবেন? আজকে খুঁটি পুজো করলাম, বিসর্জন হবে মে মাসের শেষে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর