এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কেউ কী এসেছেন, আসবে কী করে, হাটে হাঁড়ি ভেঙেছি যে’, খোঁচা অভিষেকের

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দলের সেনাপতি খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেন্দ্রের শাসক দলকে। প্রথমে সেই চ্যালেঞ্জ তাঁরা লুফেও নেয়। কিন্তু কাজের সময়ে দেখা যায় ভোকাট্টা। কেন্দ্রের শাসক দলের কোনও দেখাই পাওয়া গেল না। ভয়েই তাঁরা পা বাড়ালেন না। পরিবর্তে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ময়নাগুড়ি(Moynaguri) শহরে টাউন ক্লাবের মাঠে উঠল বাংলার মানুষের জনগর্জন। সাক্ষী থাকলেন বাংলার শাসক দলের সেনাপতি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। উত্তরবঙ্গ দিয়েই লোকসভার প্রচার শুরু করছেন অভিষেক। ময়নাগুড়ি টাউন ক্লাবের ময়দানে এদিন ছিল তাঁর সভা। তিনি এদিন মাঠে এসে পৌঁছাতেই তাঁকে স্বাগত জানাতে দর্শকাসনে শুরু হয় উলুধ্বনি। ঢাকঢোলও বাজানো হয়। জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় অভিষেককে। অনেক অনুগামীর ছবি তোলার আবদারও মেটান তিনি। মঞ্চে উঠে জানান, আসার সময় দেখেছেন, মাঠ কানায় কানায় পূর্ণ। আর তারপরেই জনগনের সামনে মাথানত করে নমস্কার জানান তিনি।

এদিন ময়নাগুড়ির ময়দানে নামার আগে সকালবেলায় একটি ট্যুইট করেন অভিষেক। সেখানে তিনি লেখেন ‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’ শোনা যাচ্ছে সেই ট্যুইটের নেপথ্যে রয়েছে বিজেপির একটি প্রচার। গত ৫ বছরে মোদি সরকার বাংলাকে কী কী দিয়েছে সেটাই সোশ্যাল মিডিয়া প্রচার করছে বিজেপি। সেই ছবি নিজের পরবর্তী ট্যুইটে তুলেও ধরেন তিনি। বিজেপি(BJP) অভিষেকের সেই ট্যুইট দেখে অভিষেকের কাছে সময় চায় মুখোমুখি তর্কে বসার জন্য। জানিয়ে দেয়, বিজেপির যুবমোর্চার এক নেতাকে পাঠিয়ে দেওয়া হবে। অভিষেক যেন সময় আর জায়গার নাম জানান। তার জেরে অভিষেকও জানিয়ে দেন, ‘আজ বিকেল ৩টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে। দয়া করে রেগা ও আবাস যোজনার শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসবেন। দেখা হবে।’ যদিও পরে বিজেপি জানিয়ে দেয়, কাউকে পাঠানো হচ্ছে না।

অভিষেক কিন্তু ময়নাগুড়িতে প্রসঙ্গটি টেনে আনেন। বলেন, ‘বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলাম। দু’টো পোডিয়াম রেখেছি। তর্ক হবে বলে। বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। কেউ কি এসেছেন?’ একবার নয়, ময়নাগুড়ির মঞ্চ থেকে একাধিকবার প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। কিন্তু বিজেপির তরফে কোনও সাড়া না মেলায় জানান, ‘আসবে কী করে, হাটে হাঁড়ি ভেঙেছি যে।’ এরপরেই অভিষেক ছত্র ছত্রে আক্রমণ শানান বিজেপিকে। বলেন, ‘আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরই আজ ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি। আগামী দিন আপনাদের অধিকার বুঝে নেওয়ার দিন। আপনাদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজেপির ভাঁওতাবাজির শিকার হবেন না। নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। নিজের অধিকার বুঝে নিতে এ বার ভোট দিন। ধর্ম দেখে নয়। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না, বাড়ির টাকা দিন। তৃণমূলকে ভোট দিন, কথা পূরণ না হলে রাজনীতি ছেড়ে দেব। বিজেপির কাছে কী নেই! বিচার ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী, আধাসেনা বাহিনী, সংবাদমাধ্যম সব রয়েছে। তাও বিজেপি বাংলায় দাঁড়াতে পারছে না। দাঁত ফোটাতে পারছে না। তৃণমূলের কাছে কিছু নেই। কিন্তু মানুষ আছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর