এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সংসদে মমতা মোদির সাক্ষাতের সাক্ষী থাকবেন অভিষেক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর দিল্লির নয়া সংসদ ভবনে বেলা ১১টার সময়ে সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। তাঁদের মধ্যে সেদিন একটি বৈঠকও হবে। মূলত নানা কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পাওনা, বকেয়া নিয়ে দুই দলের দুই শীর্ষ নেতানেত্রীর মধ্যে আলোচনা হবে এই বৈঠকে। মমতা নিজেই আগে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাতে তাঁর সঙ্গে থাকবেন দলের কয়েকজন সাংসদ। যদিও সেই সব সাংসদের নাম তিনি জানাননি। এখন জানা যাচ্ছে, সেই তালিকায় থাকছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যিনি নিজেও একজন সাংসদ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের।

সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১৭ ডিসেম্বর রবিবার, মমতা আর অভিষেক দু’জনের এক সঙ্গে দিল্লি যাওয়ার কথা। বাংলার বকেয়ার দাবিতে আন্দোলনকে দিল্লির রাজপথে পৌঁছে দিয়েছিলেন অভিষেকই। অক্টোবরের গোড়ায় যখন সেই আন্দোলন চলছে, তখন পায়ের সমস্যার কারণে মমতা ছিলেন গৃহবন্দি। যদিও বাড়ি থেকেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন তিনি। গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধর্না, পরের দিন যন্তরমন্তরে বিক্ষোভের পর কৃষি ভবন অভিযান, পুলিশের ধরপাকড়— সব মিলিয়ে তৃণমূলের আন্দোলন দিল্লি-সহ জাতীয় স্তরের রাজনীতিতে প্রত্যাশিত অভিঘাত তৈরি করতে পেরেছিল। দিল্লি থেকে ফিরে টানা ৫ দিন কলকাতায় রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক। রাজ্যপাল সময় দেওয়ার পর সেই আন্দোলন প্রত্যাহার করে তৃণমূলের সেনাপতি জানিয়েছিলেন, নভেম্বরের গোড়া থেকেই ফের আন্দোলন শুরু হবে। কিন্তু তা হয়নি। এখন নতুন করে মমতা আর অভিষেক একসঙ্গে সেই বকেয়া আদায়ের লক্ষ্যেই পাড়ি জমাচ্ছেন দিল্লি।

মোদির সঙ্গে সাক্ষাতে মমতা-অভিষেকের একসঙ্গে যাওয়া তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে বিশেষ ‘তাৎপর্যপূর্ণ’। বাংলার শাসকদল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে। তাতে থাকবেন অভিষেকও। তৃণমূল অবশ্য এতে ‘তাৎপর্য’ বা বিস্ময়ের কিছু দেখছে না। তাদের বক্তব্য, বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত নয়। বাংলার বকেয়া নিয়ে আন্দোলনে অভিষেকই মূলত নেতৃত্ব দিয়েছিলেন। ফলে তিনি প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতে যে দলনেত্রীর সঙ্গে যাবেন, সেটা স্বাভাবিক। শুধু মোদির সঙ্গে বৈঠকই নয়, আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী মহাজোট INDIA’র যে বৈঠক হবে সেখানেও মমতার সঙ্গী হবেন অভিষেক। কেননা, অভিষেক জোটের সমন্বয় কমিটির সদস্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী বিজেপিতে যোগদানের পরেই জগন্নাথ সরকারকে বেনজির আক্রমণ মুকুটমণির

বহরমপুরে রোড শো’ তে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের

দেবাংশুর প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ,প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ

বেলঘরিয়ায় ভোট প্রচারে সুজন চক্রবর্তীর ‘সাদা চুল’ নিয়ে কটাক্ষ মদন মিত্রের

স্বামীকে ব্রাউন সুগার খেতে বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন

মঙ্গলবারের পর থেকে বঙ্গে দুর্যোগ কাটবে, বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর