এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অধিকারীদের ঝাঁজ কমছে নিজেদের জেলাতেই, খুশ বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিনিধি: লঙ্কায় ঝাল রয়ে গিয়েছে। কিন্তু জেলায় অধিকারীদের(Adhikari Family) ঝাঁজ কমে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মাটিতে এখন এটাই আমজনতার শুধু মুখে মুখে ফিরছে তাই নয়, রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে। কেননা শিশিরপুত্র শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বেশ বড় মুখে বলেছিলেন, জেলার রাজনীতি থেকে তিনি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবেন পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election)। যদিও পঞ্চায়েতের রায় বলছে, হয়েছে ঠিক তার উল্টো। জেলার রাজনীতি থেকেই এবার বিজেপির বিদায় নেওয়ার সময় যে হয়ে গিয়েছে সেটা জেলার গ্রামের মানুষ তাঁদের রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর অধিকারীদের ঝাঁঝ কমায়, এখন সব থেকে বেশি খুশি হয়েছে জেলার অধিকারী বিরোধী সব দলের নেতারাই। তা সে তাঁরা তৃণমূলের নেতা হোন কী বিজেপির, কী বামেদের কী বা কংগ্রেসের। জেলার মাটিতে, জেলার রাজনীতিতে অধিকারী রাজ যে শেষের পথে সেটা পঞ্চায়েতের রায় বুঝিয়ে দিয়েছে। তাই বোধহয় নন্দীগ্রামেও তৃণমূল ১০ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছে।

আরও পড়ুন শুভেন্দুর অপসারণ চাইছেন বিজেপিরই একাংশ, চিঠি শাহকে

মেদিনীপুরের মাটিতে অধিকারীদের দাপট কার্যত কয়েক যুগ ধরে চলে এসেছে। বিশেষ করে কাঁথি ও এগরার মহকুমা এলাকায়। বাম জমানারও আগে কংগ্রেসি আমল থেকেই অধিকারীদের সেই দাপট ছিল। তৃণমূলের জমানায় অধিকারীদের সেই দাপট কার্যত গোটা পূর্ব মেদিনীপুরের মাটিতে তো বটেই পশ্চিম মেদিনীপুরের মাটিতেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই দাপটই প্রথম ধাক্কা খায় একুশের ভোটে। অবিভক্ত মেদিনীপুর, অর্থাৎ আজকের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মিলিয়ে মোট ৩৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে। শুভেন্দু একুশের ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দাবি করেছিলেন ৩০টি আসন জিতে দেখাবেন মেদিনীপুরের মাটি থেকে। যদিও বাস্তবে মাত্র ৯টি আসন জিততে সমর্থ হয় বিজেপি(BJP)। এর মধ্যে ৭টি আসনে তাঁরা জয়ী হয় পূর্ব মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে তাঁরা পেয়েছিল মাত্র ২টি আসন। আর ঝাড়গ্রাম বিজেপিকে ফিরিয়েছিল খালি হাতেই। কার্যত সেই ভোটের পর থেকেই জেলায় অধিকারীদের দাপট কমতে থাকে। আর এবারের পঞ্চায়েত নির্বাচনের রায় কার্যত দেখিয়ে দিল অধিকাড়ীদের ঝাঁজ আর অবশিষ্ট নেই।

আরও পড়ুন ভোট মিটতেই কী কর্মী নিয়োগের পথে মমতার সরকার, শুরু জল্পনা

পূর্ব মেদিনীপুরে বিজেপির ৭জন বিধায়ক রয়েছে। আশা ছিল শুভেন্দুর জেলায় বিজেপি এবারে অন্তত তৃণমূলকে একটা জোর লড়াই দেবে। লড়াই হয়েছে ঠিকই, কিন্তু সেটা কখনই সেয়ানে সেয়ানে নয়। কেননা জনতার রায় বলছে, জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে তৃণমূল(TMC) পেয়েছে ৫৬টি আসন, আর বিজেপি চার ভাগের এক ভাগ, মাত্র ১৪টা আসন। জেলায় পঞ্চায়েত সমিতি আসছে ২৫টা, সেখানে তৃণমূল পেয়েছে ২০টা, বিজেপি পেয়েছে তার ৫ ভাগের ১ ভাগ, মাত্র ৪টে। জেলায় তৃণমূলের দখলে গিয়েছে ১৬১টি গ্রাম পঞ্চায়েত আর বিজেপি পকেটে পুরেছে মাত্র ৬১টি গ্রাম পঞ্চায়েত। সব থেকে বড় কথা জেলার যে ৭জন বিধায়ক রয়েছে বিজেপির, তাঁদের এলাকাতেও সেভাবে ছাপ ফেলতে পারেনি পদ্ম এবারের পঞ্চায়েত নির্বাচনে। যেমন কাঁথির ২টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে। সেখানে ৩টি পঞ্চায়েত সমিতি রয়েছে। অথচ বিজেপি সেখানে মাত্র ১টি পঞ্চায়েত সমিতি দখল করতে সমর্থ হয়েছে। খেজুরি ও নদনীগ্রাম, দুই কেন্দ্রই রয়েচেহ বিজেপির দখলে। অথচ এই দুই এলাকার ৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপির দখলে গিয়েছে মাত্র ২টি।

আরও পড়ুন ‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’, বেফাঁস শুভেন্দু

ময়নায় রয়েছে বিজেপির বিধায়ক, অথচ সেখানকার পঞ্চায়েত সমিতি গিয়েছে তৃণমূলের দখলে। একুশের ভোটে জেলার মধ্যে সর্বাধিক সাড়ে ২৭ হাজার মার্জিনে জয়ী হয়েছিলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। অথচ তাঁর এলাকায় দু’টি ব্লকের মধ্যে একটিতেও পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি বিজেপি। হলদিয়ায় রয়েছে বিজেপির বিধায়ক। অথচ সেখানকার সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। হলদিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা সুতাহাটা ব্লকের পঞ্চায়েত সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। লাভের লাভ বলতে শুধুমাত্র তৃণমূলের দখলে থাকা তমলুক বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতি এবার বিজেপি দখল করতে পেরেছে। আর এই সব দেখেই এখন বেশ স্পষ্ট জেলার মাটিতে, জেলার রাজনীতিতে অধিকারীদের ঝাঁঝ ক্রমশ কমছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর