এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শাহজাহান গ্রেফতার হতেই সন্দেশখালির ২৩টি জায়গায় জারি ১৪৪ ধারা

Courtesy -Google

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামনপুকুর থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের নেতা তথা জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহান(Sheikh Sahajahan)। আর তাঁর গ্রেফতারির পরে পরেই প্রশাসনের তরফে সন্দেশখালির(Sandeshkhali) ২৩টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা লাগু(Section 144 Imposed) করে দিল। যাতে এই গ্রেফতারির ঘটনা ঘিরে সন্দেশখালিতে নতুন করে কোনও অশান্তি না ছড়িয়ে পড়ে, নতুন করে যাতে কোনও হামলার ঘটনা না ঘটে তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি এটাও জানিয়েছেন, ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের রেশন দুর্নীতির ঘটনায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Department বা ED। সেই সূত্রেই তাঁদের হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবং বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। ED রেশন দুর্নীতির ঘটনায় সবার আগে গ্রেফতার করেছিল বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিনুর রহমানকে। বাকিবুরকে জেরা করে প্রথমে বালু ও পরে শঙ্করকে গ্রেফতার করে ED। তাঁদের চতুর্থ টার্গেট ছিল শাহজাহান। সেই সূত্রেই সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেই অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে থাকা সত্ত্বেও তাঁদের শয়ে শয়ে মানুষের হামলাবাজির মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যান শাহজাহান। এদিন তিনি ধরা পড়েছেন পুলিশের জালের। তাঁর এই গ্রেফতারির বিষয়টি দিন ৩ আগেই নিশ্চিত করেছিলেন রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছিলেন, যেহেতু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেহেতু নিজে জানিয়ে দিয়েছেন যে আদালত বাধা না দিলে শাহহাজান গ্রেফতার হবেই, তাই আগামী ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবেন শাহজাহান। 

এখন শাহজাহান গ্রেফতার হতেই দেখা যাচ্ছে কুণালের বলে দেওয়া সময়সীমার মধ্যেই সেই ঘটনা ঘটেছে। আর সেই গ্রেফতারির ঘটনা ঘটতেই এদিন কুণাল নতুন করে ট্যুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় CBI FIR NAMED শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ED।’ এদিন শাহজাহান গ্রেফতার হতেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘সন্দেশখালিতে অনেক ধরনের মানুষ আসছেন। তাঁদের কাছে পুলিশের তরফে আমার আর্জি, এমন কিছু করবেন না, যাতে এলাকায় বিভেদ সৃষ্টি হয়। জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক, উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্য করছেন, করেছেন। এমন কিছু মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে এবং যাতে একটি ভেদাভেদের বাতাবরণ তৈরি হয়। এটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। নিন্দনীয় তো বটেই। জনপ্রতিনিধিদের একাংশ ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন, যাতে মানুষে মানুষে কোনও বিভেদ তৈরি না হয়।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর