এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভুয়ো চালান বানিয়ে বালি পাচার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি: বালি পাচারের তদন্তে নেমে বড় সাফল্য পেল পুলিশ। খোঁজ মিলল বড়সড় চক্রের। বালি চুরির কারবার এবারে শুধু নদী থেকে নয়, রীতিমত সরকারি চালান নকল করে বালি পাচারের বড়সড় চক্রের সন্ধান পেল খন্ডঘোষ থানার পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি তোলার জন্য সরকারি ভাবে দেওয়া হয় চালান।  সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে তেমন নকল চালান বের করছিল চক্রটি। এই চক্রের সঙ্গে তিনটি জেলার বালি মাফিয়াদের (SAND MAFIA) যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, নকল চালান তৈরি করে যে পরিমাণ বালি পাচার করা হয়েছে তার পরিমাণ  একশো কোটি টাকারও বেশি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘বেশ কয়েকটি জেলার বড় মাথারা জড়িত আছে এই চক্রের সঙ্গে। কম্পিউটার বিশেষজ্ঞ লোকেদের সাহায্য নিয়েই এই চক্রটি কারবার চালাচ্ছিল বলেও জানতে পেরেছে পুলিশ।’

খন্ডঘোষ সহ আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। এরপরেই বড় চক্রের হদিশ পান তিনি। সরকারি ওয়েব পেজের আদলে নতুন ওয়েব পেজ তৈরি করেছিল চক্রটি।  জাল চালান বানিয়ে রমরমিয়ে চলছিল বালি পাচার। এই ঘটনায় জড়িত থাকায় প্রাথমিকভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দু’জন কে ধরা হয়েছে খন্ডঘোষ থানার পলেমপুর এলাকা থেকে। অন্য দু’জনকে রায়নার খেজুরহাটি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম লায়েক আজাহারউদ্দিন, মীর আবু সিদ্দিক, শেখ মনোজ ওরফে সরাফউদ্দিন ও শেখ মনিরুল হোসেন। জানা গিয়েছে, শেখ মনোজের বাড়ি বর্ধমান থানার লস্করদীঘি এলাকায়, মনিরুলের বাড়ি রায়না থানার জোৎসাদি গ্রামে। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তাদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।  

জানা গিয়েছে, এই চক্রে পশ্চিম বর্ধমান, বীরভূম সহ বর্ধমানের আরও বেশ কিছু মাথা জড়িত। গোটা চক্রটিকে ধরার জন্য ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘সরকারি ওয়েব সাইট নকল করে সেখান থেকে ফেক চালান তৈরি করার পাশাপাশি এরা নকল কিউআর কোডও ব্যবহার করত। রাস্তায় চেকিংয়ের সময়ে এই ভুয়ো  কাগজ দেখিয়ে এরা চলে যেত। বহু টাকার লেনদেনের হিসেব পাওয়া গিয়েছে। বড়সড় একটা চক্র কাজ করছে। সেই চক্রের ৪ জনকে ধরে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এবার বাকিদেরও ধরা হবে। ধৃতদের কাছ থেকে ৪ টে মোবাইল সহ বেশ কিছু নকল চালান বাজেয়াপ্ত করা হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর