এই মুহূর্তে




ঠাণ্ডার আমেজ! বঙ্গে শীতের প্রবেশ নিয়ে কী বলছে আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে বিদায় নিচ্ছেন বর্ষা। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ হয়ে জায়গাতেই বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে। সকাল থেকে ঝকঝকে আকাশের সঙ্গে রয়েছে রোদ। দিনের বেলা গরম অনুভূত হলেও রাতের দিকে শিরশিরে ঠান্ডা অনুভূতি হচ্ছে রাজ্যজুড়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে চলতি সপ্তাহে বিদায় নেবে বর্ষা। সেই পরিস্থিতি এখনই টের পাওয়া যাচ্ছে। বর্ষা বিদায়ের ঘন্টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও অনেকটাই নিম্নমুখী। এখানে প্রশ্ন উঠছে তা হলে কি বঙ্গের প্রবেশ করল শীত? হাওয়া অফিস সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গল ও বুধবার থেকেই বিদায় নেবে বর্ষা। তবে পশ্চিমের এবং উত্তরের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাওয়া যাবে। সোমবার বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনানো হয়েছে। বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরের উপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে এখন থেকেই শুষ্ক আবহাওয়া অনুভূত হচ্ছে।

রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আকাশে মেঘ দেখা গেলেও তার সাময়িক। সেটা কেটে গেলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামী সপ্তাহে রয়েছে কালীপুজো ও দীপাবলি। তারপরেই পরিস্থিতির আরও বড় হতে পারে। তবে ওই সময় কিছুটা উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। এখন সকাল হলেই শীতের একটা আমেজ টের পাওয়া যায়। কবে বঙ্গে প্রবেশ করবে শীত? এখনই আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না জানানো হলেও একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ