এই মুহূর্তে




অভিষেক সভাস্থল ছাড়তেই গণহারে লুঠ ব্যালট বাক্স




নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) কাকে তৃণমূলের প্রার্থী(TMC Candidate) হিসাবে চান, তা নিয়ে মতামত দিতে পারবেন সাধারণ মানুষ। এমনই ব্যবস্থা করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা বিষয়টিই নিজেই দেখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ‘মানুষের পঞ্চায়েত’ গড়তে দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় আমজনতাকেও জুড়ে নিচ্ছেন অভিষেক। এদিনই তিনি উত্তরবঙ্গের কোচবিহার(Coachbehar) জেলার দিনহাটা থেকে তাঁর ‘জনসংযোগ যাত্রা’ শুরু করেছেন। দুপুরের মধ্যেই ২খানি সভাও করে ফেলেছেন সাহেবগঞ্জ(Sahebganj) ও গোঁসানিমারিতে(Gnosanimari)। আর সেই দুই জায়গাতেই অভিষেক সভাস্থল ছাড়তেই গণহারে লুঠ হ্যে গেল ব্যালট বাক্স(Ballot Box), ব্যালট পেপার(Ballot Paper)। আর তার জেরেই তীব্র অস্বস্তিতে পড়তে হল শাসক শিবিরকে।

আরও পড়ুন ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে প্রার্থীর নাম জানান : অভিষেক

মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’। প্রথম দিনেই দিনহাটার সাহেবগঞ্জের মঞ্চ থেকে দলের প্রার্থী সংগ্রহ অভিযানের সূচনা করেন অভিষেক। তাঁর আগে তিনি বার্তা দিয়ে বলেন, ‘মানুষের পঞ্চায়েত গড়ব। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে হবে সাধারণ মানুষকে। ভারতবর্ষে এমনটা আগে কখনও হয়নি। পঞ্চায়েতে আপনার বুথে কে প্রার্থী হবেন, তা তৃণমূল ঠিক করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না। আপনারা যাকে প্রার্থী বাছবেন, তাঁকেই তৃণমূল সর্বশক্তি দিয়ে জিতিয়ে আনবে। মঞ্চের পিছনে একটা গোপন ব্যালট বাক্স রাখা রয়েছে। একটা করে ব্যালট পেপার দেওয়া হবে। ওই ব্যালট পেপারে আপনার পছন্দের প্রার্থীর নাম লিখে জানান। সবটাই গোপনে হবে। প্রার্থী বাছাই করতে গোপন ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটদাতার নাম, পরিচয় লিখতে হবে না। শুধু কাকে প্রার্থী করবেন, তাঁর নাম লিখলেই হবে। অর্থাৎ, চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই যে গোটা প্রক্রিয়াটি চলবে। শুধু দিনহাটা নয়, রাজ্যের সব পঞ্চায়েতে এ ভাবেই তৃণমূলের প্রার্থী বাছাই হবে। নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিন। আপনারা প্রার্থী হিসাবে যাঁকে বেছে নেবেন, তাঁকেই আমরা প্রার্থী করে জেতাব।’

আরও পড়ুন অভিষেকের দুয়ারে BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার

কিন্তু অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ ও গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে বাঁধে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ ওঠে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে চলে হাতাহাতিও। সাহেবগঞ্জের সভায় ব্যালট বাক্স ভাঙার অভিযোগও উঠেছে। সব থেকে বড় কথা দুই জায়গাতেই ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশের উপস্থিতিতেই পুলিশের সামনেই। এই ঘটনাকে কেন্দ্র করে দু’জায়গায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সমর্থ হয়। এইসবের জেরেই তৃণমূলের তরফে জানানো হয়েছে ওই দুই জায়গাতেই আগামিকাল পুনর্নির্বাচন হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর