এই মুহূর্তে




বর্ধমানের বাজেপ্রতাপপুরে সিঁদুর খেলায় মাতলেন উভয় সম্প্রদায়




নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর পুজোয় মাতলেন সিঁদুর খেলায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মহিলারা। বর্ধমান(Bardhaman) শহরের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির দূর্গাপুজোয় মন্ডপে ধুমধাম সহকারে সিঁদুর খেলা অনুষ্ঠিত হল মহা দশমিতে মঙ্গলবার।এদিন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে মহিলারা একে ওপরকে সিঁদুর মাখালেন মন্ডপের ভিতরে। বিশাদের সুর মন খারাপ হলেও সিঁদুর খেলায় মাতলেন বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর(Traffic Colony) মহিলারা।

এবারে তাদের পুজো একশোতম বর্ষে পদাপর্ণ করলো।মূলত এই পুজো সাম্প্রদায়িক মেল বন্ধনে আবদ্ধিত ।হিন্দু ও মুসলিম একত্রিত হয়ে এই পুজো অনুষ্ঠিত হয় প্রত‍্যেক বছর মহা ধুমধাম সহকারে।মন্ডপের একদিকের রয়েছে মসজিদ ।এবারে তাদের থিম রামেশ্বরম।উদ‍্যোতারা জানান এই বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর দূর্গাপুজোয় মেম্বার পাঁচশো জন । তার মধ‍্যে মুসলিম সম্প্রদায় মেম্বার তিনশো জন ও হিন্দু সম্প্রদায়ের মেম্বার দু’ শো জন। এদিকে চিরাচরিত প্রথা মেনে টাকি(Taki) পূবের বাড়ির ঠাকুর বরণ ও মায়ের বিসর্জন সম্পন্ন হয়।প্রথা মেনে টাকির পূবের রাজবাড়ীর উমার বিসর্জন হয়। বসিরহাটের টাকি পূবের রাজবাড়ীর বিসর্জনের পর্ব প্রথমে শুরু হয় মাকে বরণ করে ও তারপর সিঁদুর খেলা মধ্য দিয়ে মাকে বিদায় জানান রাজবাড়ীর বংশধর থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। শতাব্দীপ্রাচীন এই জমিদার বাড়ি দুর্গাপূজা আজও প্রথা মেনে দালানে পূজা হয়ে আসছে। টাকির বিসর্জন সুনাম করেছে রাজ্যস্তরে। পঞ্জিকার সময় সূচী অনুযায়ী সাড়ে আটটার মধ্যের বিসর্জনের পূজা শেষ করে শুরু হয় সিঁদুরখেলা। এরপর ২৬ বেয়ারার কাধে চেপে টাকী রাজবাড়ী ঘাটে রওনা দেয় এই পূবের জমিদার বাড়ির প্রতিমা।

বাপের বাড়ি থেকে দেবী যখন কৈলাসে মহাদেবের কাছে ফিরেছিলেন, তখন মহাদেব তাঁকে জিজ্ঞাসা করেছিলেন বাপের বাড়ি থেকে কী খেয়ে এসেছো? উমা তখন জবাবে বলেছিলেন, ‘পান্তা আর কচু শাক’। সেই রীতি মেনেই টাকির পুবের বাড়িতে ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে বিসর্জনের পর পান্তাভাত ও কচুশাকের ভোগ খাওয়া। তারপর রাজ বাড়িতে আসা দর্শনার্থী থেকে শুরু করে গ্রামবাসী সকলেই মিলে কচু শাক ও পান্তা ভাতের প্রসাদ খেয়ে যে যার ঘরে ফিরবেন। তার আগে মাকে বিদায় দেওয়ার আগে সকলের মন ভারাক্রান্ত।অন্যদিকে, টাকীর ইছামতী নদীতে আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে। ওপারে বাংলাদেশ, এপাড়ে ভারত, এই সীমান্তবর্তী এলাকার বিসর্জন দেখতে সকাল থেকেই লোকসমাগম হয় টাকীতে। আবার এক বছরের প্রতিক্ষায় মানুষ, জমিদার বাড়িতে মা এর বিসর্জনে বেজে ওঠে বিশাদের সুর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাসন্তী হাইওয়ের ওপর বিপদজনক বিল্ডিং, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদাসীনতার অভিযোগ

মালদার তৃণমূল কাউন্সিলর খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আর্জি ফের খারিজ

বৃহস্পতিবার থেকে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ,কমলা সর্তকতা জারি কলকাতা সহ একাধিক জেলায়

গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নতির জন্য বরাদ্দ হল ৮ কোটি

প্রায় ২২ দিন পর বাগুইআটি বাজারে কালি মন্দিরে চুরির কিনারা করল বিধাননগর পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর