এই মুহূর্তে




SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ। নাম কাকলি সরকার। বছর ১৫ আগে বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে এসেছিলেন।ব্যারাকপুরের সবুজ সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল কাকুলি সরকারের ।এনআরসি ও এসআইআর চালু হবে এই আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ।ব্যারাকপুরে টিটাগড় থানায়(Titagar P.S.) এলাকার কেজি স্কুল রোডে ওই গৃহবধূ গায়ে আগুন দেয়। বাড়ির দোতলার ছাদে উঠে ওই গৃহবধূ গায়ে আগুন দেয়। ওই গৃহবধূর শাশুড়ি এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে টিটাগড় থানা।

শাশুড়ি জানিয়েছেন, ইদানিং কালে তাঁর পুত্রবধূ এস আই আর ও এন আর সি(NRC) ইস্যু নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতি হলেন ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড(K.G.School Road) মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার। বয়স ৩৩ বছর, দু – সন্তানের মা। কাকলি সরকারের শাশুড়ির দাবি, ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকার থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সাথে । এস আই আর(SIR) চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন।

হয়তো তাদের বাংলাদেশ ফিরে যেতে হবে এই চিন্তায়। বেশ কিছুদিন ধরে তিনি দাবি তুলেছিলেন তাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক পরে নিয়ে যাব। কিন্তু সে কথা শুনেনি কাকলি। গতকাল রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। স্বামী সবুজ সরকার,শ্বশুর সুরেশ সরকার, শান্তি সরকার ভাসুরকে পুলিশ আটক করেছে।বেশ কিছুদিন ধরে কাকলি সরকার দাবি তুলেছিলেন, তাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক পরে নিয়ে যাব। কিন্তু সে কথা শোনে নি কাকলি।

গতকাল রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে।ওই গৃহবধূর হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই সুইসাইড নোট এই লেখা রয়েছে তিনি বাংলাদেশে ভাইয়ের বিয়েতে যেতে চেয়েছিলেন কিন্তু অশান্তির কারণে ও পাসপোর্ট এর সমস্যা থাকায় যেতে পারেননি তাই নিয়ে বেশ কিছুদিন থেকে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। নিজের স্বইচ্ছায় তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন। এতে স্বামী বা শ্বশুরবাড়ির কেউ যুক্ত নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ