32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:04 pm
নিজস্ব প্রতিনিধি: বাসন্তীতে বোমা বিস্ফোরণের ৬ ঘন্টা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হলেন এক ব্যক্তি। বোমা বিস্ফোরণের(Basanti Bomb Blast) পর ঝলসে গিয়েছে তাঁর হাত-মুখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ফারুক সর্দার।
বোমা বিস্ফোরণের পর প্রাণে বাঁচতে জ্বলন্ত বাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ফারুক। শরীরে আঘাতের জেরে বেশি দূর এগোতে পারেননি। স্থানীয় একটি ধান ক্ষেতের মধ্যেই পড়েছিলেন টানা ৬ ঘণ্টা। গ্রামবাসীরা দেখতে পান ধান ক্ষেতে কেউ পড়ে রয়েছে। এরপর কাছে গিয়ে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবারের সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে একটি বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ(Bomb Blast) হয়। বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির চাল। বাসন্তী থানা এলাকার(Basanti) ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামিউদ্দিন সর্দার ও মফিজউদ্দিন সর্দারের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির দেওয়াল। পুলিশ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে কেউ এই বিস্ফোরণের জেরে কেউ আহত হয়েছে কি না তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেই সময় কেউ আহত বা নিহত হয়েছেন এমন কাউকে পাওয়া যায়নি। ঘটনার ৬ ঘন্টা পরে অবশেষে গ্রামবাসীদের নজরে আসে বোমা বিস্ফোরণের জেরে পুড়ে যাওয়া এক ব্যক্তি। ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় আহত ফারুক সর্দারকে। গোঙাতে গোঙাতে উপুড় হয়ে পড়ে ছিলেন ক্ষেতের মধ্যে।